scorecardresearch
 
Advertisement
ধর্ম

Dolyatra Vastu Tips : দোলের দিন কী কী করলে মিলবে সুখ-সমৃদ্ধি-সৌভাগ্য? ৫ টিপ

প্রতীকী ছবি
  • 1/6

আর কয়েকদিন পরেই দোলযাত্রা (Dolyatra 2023), রঙের উৎসব। দোলে একে অপরকে নানা রঙে রাঙিয়ে দেওয়ার ঐতিহ্য চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তবে এই দিনটি জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক এই দিনের (Holi 2023) কিছু বাস্তু টিপস (Dolyatra Vastu Tips), যা বাড়িতে আনতে পারে সুখ সমৃদ্ধি ও ইতিবাচকতা।

প্রতীকী ছবি
  • 2/6

১. দেলের দিনে বাড়িতে ভগবান কৃষ্ণ ও রাধার ছবি আনলে ইতিবাচকতা বৃদ্ধি পায়। এই ছবিটি আপনি আপনার মন্দির বা শোয়ার ঘরে রাখতে পারেন। কৃষ্ণ-রাধার ছবি আনার পর প্রথমে ফুল ও আবির নিবেদন করুন এবং তারপর বাস্তু অনুসারে বাড়িতে রাখুন।

প্রতীকী ছবি
  • 3/6

২. যে কোনও কাজে সাফল্য পেতে হলে দোলের দিন বাড়িতে বা কর্মস্থলে পূর্ব দিকে উদিত সূর্যের ছবি লাগান। এতে জীবনে সৌভাগ্য আসবে ও পারিপার্শ্বিক সমস্ত বাধা কেটে যাবে।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

৩. গাছপালা বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে। দোলের মতো কোনও শুভ অনুষ্ঠানে আপনি যদি বাড়িতে বা শোবার ঘরের জন্য কিছু গাছপালা নিয়ে আসেন, তাহলে তা গ্রহের দোষ দূর করতে পারে। তুলসি, মানিপ্ল্যান্ট বা যে কোনও ইনডোর প্ল্যান্ট বাড়িতে আনতে পারেন।
 

প্রতীকী ছবি
  • 5/6

৪. বাড়ির ওপরে থাকা ধ্বজা পরিবর্তন করার জন্যও দোলকে সেরা সময় বলে মনে করা হয়। বাড়িতে থাকা ধ্বজা পরিবারে সম্মান, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে।
 

প্রতীকী ছবি
  • 6/6

৫. দোলের উৎসবে ভগবান গণেশ জির পুজো করা এবং তাঁকে ঠাণ্ডাই নিবেদন করা পরিবারে সুখ নিয়ে আসে। বাড়ির মানুষজনের ভাগ্য সহায় হয় এবং তাঁদের ভাগ্য খুলে যায়।

আরও পড়ুন - মার্চে ফাটাফাটি ইনক্রিমেন্ট যোগ ৬ রাশির, তালিকায় আপনি আছেন?

Advertisement