Advertisement
ধর্ম

Durga Puja 2021 : দেওয়ালে পিঠ ঠেকেছে? দুর্গার এই ৭ শক্তিশালী মন্ত্র ধনকুবেরও বানিয়ে দিতে পারে

  • 1/10

আর দিন কয়েক বাদেই শুরু মায়ের বোধন। পাড়ায় পাড়ায় মণ্ডপে প্রস্তূতি তুঙ্গে। দুর্গাপুজোর এই দিনে বিশেষ কিছু নিয়ম মানতে হয় সকলকে। (সব ছবি ফাইল)

  • 2/10

তবে কিছু মন্ত্র রয়েছে, সেগুলি পাঠ করলে তাঁর ভাগ্য বদলে যেতে পারে। শাস্ত্রমতে সঠিক সময়েই সেই মন্ত্র পাঠ করা উচিত। জেনে নিন সেই মন্ত্রগুলি সম্পর্কে।
 

  • 3/10

"সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে"

Advertisement
  • 4/10

''ইয়া দেবী সর্ভা ভূতেশু শান্তি রুপেনা সমস্থিতা, ইয়া দেবী সর্ভা ভূতেশু শক্তি রুপেনা সমস্থিতা

  • 5/10

ইয়া দেবী সর্ভা ভূতেশু মাতৃ রুপেনা সমস্থিতা, ইয়া দেবী সর্ভা ভূতেশু ভক্তি রুপেনা সমস্থিতা, নমস্তসই নমস্তসই নমস্তসই নমহ নমহ।''

  • 6/10

"সর্ব বাধা প্রশমনং, ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী। এবমেব ত্বয়া কার্যমন্মদ, বৈরী বিনাশনম।"

  • 7/10

"শরণাগত দীনার্ত পরিত্রাণ-পরায়ণে, সর্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোহস্তুতে।"
 

Advertisement
  • 8/10

"দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি, দেবী পরং সুখম, রুপং দেহি জয়ং দেহি, যশো দেহি দ্বিষো জহি।"

  • 9/10

ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে
 

  • 10/10

'ওঁ জটা জুট সমায়ুক্তমর্ধ্যেন্দু কৃত লক্ষণম'
 

Advertisement