রথযাত্রা যেন ফিরল নিজস্ব ছন্দে। গোটা দেশে মহাসমারোহে পালিত হল রথযাত্রা অনুষ্ঠান। কোভিড মহামারির কারণে গত ২ বছর রথের রশি টানতে পারেননি ভক্তরা।
তবে এবার সেই অভাব পূরণ হল অনেকখানিই। পুরীর রথযাত্রা বিখ্যাত। সেই পুরীর রথ এবার আয়োজিত হল নিয়ম-নীতি মেনেই।
রথে করে আজ মাসিবাড়ি গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বিভিন্ন রাজ্য থেকে সেখানে ভিড় জমান পুণ্যার্থীরা।
এরাজ্যেও মহা সমারোহে আয়োজিত হয় রথয়াত্রা অনুষ্ঠান। কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র রথের চেনা ছবি ধরা পড়ে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রথ উৎসব হয়। হুগলির মাহেশে রথযাত্রা ঘিরে সকাল থেকে ছিল সাজো সাজো রব। সেখানেও রথের রশিতে টান দিতে আসেন ভক্তরা।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা বিখ্যাত রথযাত্রাগুলির একটি। মেচেদা ইসকনের রথের রশিতে টান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।