scorecardresearch
 
Advertisement
ধর্ম

Janmashtami 2021 : এই জন্মাষ্টমীতে দ্বাপর যুগের মতো 'মহাযোগ' তৈরি হয়েছে! ভুলেও ১০ কাজ করবেন না

ভগবান শ্রীকৃষ্ণ
 • 1/11

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমিতে (Janmashtami 2021) এই বছর দ্বাপর যুগের মতো মহাযোগ তৈরি হয়েছে। ভাদ্রমাসের অষ্টমী তিথিতে মধ্যরাতে রোহিণী নক্ষত্র ও বৃষরাশিতে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। এই বছরও জন্মাষ্টমীতে ফের একবার সেই ধরনের মহাযোগ। এই পরিস্থিতিতে পুজো করার সময় ভক্তদের বেশকিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। 

ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন
 • 2/11

মনে করা হয় এই দিন ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পুজো করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তবে সেক্ষেত্রে বেশকয়েকটি বিষয় ভক্তদের মনে রাখা উচিত। একইসঙ্গে সেই সমস্ত ভুল যাতে কোনওভাবেই না হয় তাও খেয়াল রাখা দরকার। 
 

ভগবান শ্রীকৃষ্ণ
 • 3/11

ভগবান শ্রীহরির পিঠ দেখা উচিত নয়। মন করা হয় এতে ভালকাজের প্রভাব কমে যায় এবং অধর্ম বেড়ে যায়। অর্থাৎ কৃষ্ণের পিঠ দর্শনে পুণ্য হ্রাস পায়। পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের সবসময় মুখ দর্শন করা উচিত। 

Advertisement
প্রতীকী ছবি
 • 4/11

যাঁরা এদিন ব্রত পালন করেন তাঁদের তা রাত ১২ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত। কারণ নির্ধারিত সময়ের আগে ব্রত শেষ করলে উপাসনা সম্পূর্ণ হয় না, ফলে শুভফলও পাওয়া যায় না। 

তুলসী গাছ
 • 5/11

এই দিন কখনওই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। কারণ ভগবান বিষ্ণু হলেন শ্রীকৃষ্ণের অবতার। আর তুলসী গাছ শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এই দিন সেই গাছের পাতা ছেঁড়া নিষেধ। 
 

প্রতীকী ছবি
 • 6/11

যাঁরা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন তাঁদের এদিন ভাত খাওয়া উচিত নয়। একাদশী ও জন্মষ্টমীতে ভাত ও বার্লি জাতীয় খাবার এড়িয়ে যাওয়া উচিত।

প্রতীকী ছবি
 • 7/11

জন্মাষ্টমীতে পেঁয়াজ রসুন খাওয়া ঠিক নয়। একইসঙ্গে এদিন বাড়িতে মাছ মাংস ও মদ আনাও অনুচিত। 
 

Advertisement
ভগবান শ্রীকৃষ্ণ
 • 8/11

এই দিন কোনও গরুর ওপরে নির্যাতন করবেন না। বরং গরুর পুজো করলে কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয় বলেই বিশ্বাস। 

প্রতীকী ছবি
 • 9/11

ভগবান শ্রীকৃষ্ণের কাছে ধনী গরীব সবাই সমান। তাই এই দিন ভুলেও কাউকে অপমান বা অনাদর করবেন না। 
 

ভগবান শ্রীকৃষ্ণ
 • 10/11

জন্মাষ্টমীর দিন গাছ কাটা অশুভ হিসেবে ধরা হয়। বরং এই দিন পারলে গাছ লাগান, তাতে পরিবারে শান্তি আসবে। 
 

প্রতীকী ছবি
 • 11/11

জন্মাষ্টমীর দিন ব্রহ্মচর্য পালন ও শুদ্ধ মনে শ্রীকৃষ্ণের পুজো করা উচিত।

Advertisement