প্রায়শই আমরা আমাদের দেহের বিভিন্ন অংশে কালো বা লাল বিন্দু দেখতে পাই যাকে 'তিল' (Moles) বল হয়। অনেকে তিলকে শুভ মনে করে। কিছু মানুষ আবার তিলের অবস্থানের ওপর তাঁদের ভাগ্য ভাল না মন্দ না বিচার করেন। আসলে প্রতিটি তিল কিছু না কিছু বার্তা দেয়। সাধারণত তিলের কালো রঙের হয়। তবে অনেকের ক্ষেত্রে তিলের রং লালও হয়। জ্যোতিষশাস্ত্র মতে তিল থেকে ভবিষ্যৎ জানা যায়। পণ্ডিত শৈলেন্দ্র পাণ্ডে জানাচ্ছেন, তিলের কিছু অজানা কথা।
মনে করা হয় যে, আপনার প্রকৃতি এবং ভবিষ্যৎ তিলের ওপর নির্ভর করে। তিলের মাধ্যমে একজন ব্যক্তির সকল প্রকারের ভাল-মন্দ, প্রকৃতি বোঝা ও জানা যায়।
শৈলেন্দ্র পাণ্ডে জানাচ্ছেন, মুখে তিল থাকার আলাদা অর্থ রয়েছে। মুখমণ্ডলে তিলগুলি সরাসরি আপনার ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। আপনার গালে যদি তিল থাকে তবে, তা আপনার অত্যন্ত আকর্ষণীয় করে। আকর্ষণীয় হওয়ার পাশাপাশি এই ধরণের লোকেরা খুব ধনী হয়।
নাকে তিল থাকে যে সব ব্যক্তিদের তাঁরা শৃঙ্খলাবদ্ধ হন। তবে এর কারণে তাঁদের জীবনে সংঘাত ক্রমশ বাড়ে। ঠোঁটের উপরে তিলযুক্ত ব্যক্তিরা মানুষের মধ্যে খুব জনপ্রিয়। এই জাতীয় ব্যক্তিরা কেবল নির্বাচিত লোককে কাছের বলে গ্ণ্য করেন। যাদের নাকের নীচে তিল থাকে, তাঁরা কম লোকের সাথে মিশতে পছন্দ করেন।
কপালে তিলের উপস্থিতি জানান দেয়, শুরুতে কঠিন পরিশ্রম করতে হলেও এরপর আপনি ধনী হবেন। ঠোঁটে তিল থাকার অর্থ, সেই ব্যক্তি অত্যন্ত প্রেমিক প্রকৃতির। তাঁরা একাধিক বার প্রেমের সম্পর্কে থাকেন।
হাতের তালুতে তিল থাকলে তা সমৃদ্ধির বার্তা বাহক। তবে কিছু ক্ষেত্রে তা দুর্ভাগ্যও হতে পারে। যাঁদের হাতের ওপর অর্থাৎ তালুর উল্টো দিকে তিল থাকে, তাঁরা অত্যন্ত অলস প্রকৃতির হয়।
বুকে যাঁদের তিল থাকে, তাঁদের পরিবারে নানা বাঁধার সম্মুখীন হতে হয়। পায়ের পাতায় তিল থাকলে সেই ব্যক্তি ভ্রমণ বিপাসু হয়। পায়ের পাতার নীচের দিকে তিল থাকলে সেই বক্তি অত্যন্ত ভাগ্যবান হন।
মুখে লাল রঙের তিল থাকলে, সেই ব্যক্তির বৈবাহিক জীবনে সমস্যা থাকে। হাতে লাল তিল থাকলে, অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হন সেই ব্যক্তি। বুকে লাল তিল থাকার অর্থ, সমৃদ্ধি ও বৈদেশিক যোগ।