scorecardresearch
 
Advertisement
ধর্ম

শ্রাবণ মাসে এই ৫ গাছ লাগালে ভাগ্য খুলবে, আসবে অর্থ

শ্রাবণ মাসে এই ৫ গাছ লাগালে ভাগ্য খুলবে, আসবে অর্থ
  • 1/10

শ্রাবণ মাস ভগবান শিবের মাস। তাঁর কৃপা পাওয়ার জন্য সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই মাসে শিবের আরাধনা করেন। পণ্ডিত শৈলেন্দ্র পাণ্ডে জানাচ্ছেন, এই মাসে ৫টি এমন গাছ আছে, যা রোপন করলে ভাগ্য সহায় হবে। খারাপ সময় কেটে গিয়ে সুখের মুখ দেখবেন।

তুলসি
  • 2/10

তুলসি
উঠোনে বা ছাদের মাঝে তুলসি বৃক্ষ রোপন করা খুব শুভ মনে করা হয়। তুলসি কার্তিক মাসেও রোপন করলে ভালো ফল পাবেন। বৈবাহিক জীবনে সুখ, সংসারে সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য তুলসি গাছের সামনে রোজ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পরিক্রমা করুন।

তুলসি
  • 3/10

রোজ খালি পেটে তুলসি পাতা এবং তার বীজ খেলে সন্তান উৎপত্তি জনিত সমস্যা কেটে যেতে পারে। একই সঙ্গে বুদ্ধি এবং বাণী প্রখর হয়ে ওঠে।

Advertisement
কলা গাছ
  • 4/10

কলা গাছ
শ্রাবণ মাসের একাদশী বা বৃহস্পতিবারে ঘরের পিছনে কলা গাছ লাগান। তবে কখনও বাড়ির সামনে কলা গাছ লাগাবেন না। বৈবাহিক জীবনের সমস্যা দূর করতে নিয়মিত কলা গাছে জল দান করুন।

কলা গাছ
  • 5/10

কলা গাছে হলুদ সুতো বেঁধে তার পর তা ধারণ করলে দ্রুত বিবাহ যোগ আসে। একই সঙ্গে রাশিচক্র বৃহস্পতির ঘর মজুত হয়।

ডালিম গাছ
  • 6/10

ডালিম গাছ
বাড়ির সামনে বা মুখ্য দ্বারের পাশে রাতের বেলা ডামিল গাছ রোপন করা শুভ মনে করা হয়। ডামিল গাছ লাগালে বাড়ির পরিবেশ ভালো থাকে এবং নেগেটিভ এনার্জি দূর হয়। বাড়ির সামনে এই গাছ লাগালে কোনও বাজে উদ্দেশ্যে করা তন্ত্রণ-মন্ত্র কাজে লাগে না।

ডালিম গাছ
  • 7/10

ডালিমের ফুল মধুতে ডুবিয়ে জলে বাহিত করলে জীবনে কঠিন কষ্টও দূর হয়। ব্যক্তিগত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

Advertisement
শমী বৃক্ষ
  • 8/10

শমী বৃক্ষ
শ্রাবণ মাসের যে কোনও শনিবার এই গাছ রোপন করা যেতে পারে। বাড়ির মুখ্য দ্বারের বাঁ দিকে এই গাছ লাগানো শুভ মনে করা হয়। মহাভারতে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা তাঁদের অস্ত্র এই গাছের কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন। প্রতি দিন এই গাছের নীচে প্রদীপ জ্বালালে শনির প্রভাব দূর করা যেতে পারে। বিজয়া দশমীর দিন শমী গাছের পুজো করলে কখনও অর্থের অভাব হয় না।

অশ্বত্থ গাছ
  • 9/10

অশ্বত্থ গাছ
যে কোনও দিন লাগাতে পারেন, তবে বৃহস্পতিবার অশ্বত্থ গাছ লাগানো শুভ। বাড়িতে কখনও অশ্বত্থ গাছ লাগাবেন না। কোনও পার্ক বা রাস্তার পাশে এই গাছ লাগান।

অশ্বত্থ গাছ
  • 10/10

অশ্বত্থ গাছে গোড়ায় জল দিয়ে সন্তান সম্পর্কিত দোষ বা সমস্যা কেটে যায়। এ ছাড়ার পরিবারের লোকজনও এতে সুস্থ থাকেন। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালালে দুর্ঘটনায় ক্ষতি হয় না।

Advertisement