ভগবান শিবের শ্রাবণ হল প্রিয় মাস। যাঁরা ধর্ম-কর্ম পালন করেন, তাঁদের জন্য এই মাস শুভ। বিশেষ করে শিবভক্তদের কাছে এই মাসের আলাদা তাৎপর্য রয়েছে। শিবভক্তরা মনে করেন, এই মাসে শৈবের উপাসনা করলে দীর্ঘ আয়ু পাওয়া যায়।
পঞ্জিকা অনুযায়ী, প্রতিমাসের কৃষ্ণপক্ষের ১৪ তম দিনে শিবরাত্রি হয়। আসুন জেনে নিই জ্যোতির্বিদ করিশ্মা কৌশিকের মত অনুসারে, শ্রাবণমাসের শুভ মুহুর্ত ও তার শুভক্ষণ।
জ্যোতির্বিদ করিশ্মা কৌশক জানিয়েছেন, বছরে ১২টি শিবরাত্রি আসে। এর মধ্যে ২টি শিবরাত্রির গুরুত্ব সবথেকে বেশি। ফাল্গুন মাসে যে শিবরাত্রি পড়ে তাকে বলে মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে যে শিবরাত্রি আসে তাকে বলা হয় শ্রাবণ শিবরাত্রি। এবছর ৭ অগাস্ট শিবরাত্রি।
তিথি অনুযায়ী সেইদিন সকালে শিবলিঙ্গে জল দেওয়া হবে। এই দিন শিব ও তার পরিবারের সদস্যদের পুজো করা হয়। এই দিন ব্রত, উপবাস করা মঙ্গল। শিবের সঙ্গে সঙ্গে গৌরীর পুজো করলে দাম্পত্য জীবন ভালো কাটে বলে মনে করা হয়।
শ্রাবণ শিবরাত্রির শুভক্ষণ হল - ৬ অগাস্ট সন্ধে ৬টা বেজে ২৮ মিনিট থেকে ৭ অগাস্ট সন্ধে ৭ টা পর্যন্ত চলবে। অর্থাৎ ৭ অগাস্ট সকাল থেকে তিথি শুরু হবে।