বেলুড় মঠে উদযাপিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মিতিথি (Swami Vivekananda Janma Tithi 2022)।
কোভিড পরিস্থিতি ভক্ত সাধারণের মঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও স্বামীজির (Swami Vivekananda) জন্মতিথি উদযাপিত হচ্ছে সমস্ত রীতি রেওয়াজ ও প্রথা মেনেই।
এই প্রসঙ্গে বেলুড়মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ জানান, ভোরে প্রথমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramakrishna Paramahamsa) মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
তারপর মঙ্গলারতি হয় স্বামীজির ঘরে। তারপর চলে ব্রহ্মচারীদের স্তবগান ও অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি।
এক্ষেত্রে সুবীরানন্দজি মহারাজ জানান, তাঁরা মনে করেন শ্রীরামকৃষ্ণই মা কালীর অবতার। তাই তাঁকেই কালীজ্ঞানে পুজো করা হবে।
আরও পড়ুন - 22GB RAM, 640GB স্টোরেজ ও 44MP ক্যামেরাসহ আসছে নয়া গেমিং ফোন, জারি টিজার