scorecardresearch
 
Advertisement
ধর্ম

Swami Vivekananda Janma Tithi Celebration : বেলুড়ে বিধি মেনে স্বামীজির জন্মতিথি উদযাপন, কবে খুলছে মঠ?

স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 1/7

বেলুড় মঠে উদযাপিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মিতিথি (Swami Vivekananda Janma Tithi 2022)। 

স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 2/7

কোভিড পরিস্থিতি ভক্ত সাধারণের মঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও স্বামীজির (Swami Vivekananda) জন্মতিথি উদযাপিত হচ্ছে সমস্ত রীতি রেওয়াজ ও প্রথা মেনেই। 

স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 3/7

এই প্রসঙ্গে বেলুড়মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ জানান, ভোরে প্রথমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramakrishna Paramahamsa) মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 

Advertisement
স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 4/7

তারপর মঙ্গলারতি হয় স্বামীজির ঘরে। তারপর চলে ব্রহ্মচারীদের স্তবগান ও অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি। 

স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 5/7

দুপুরে নিয়ম মেনেই ঠাকুর, স্বামীজি ও মায়ের জন্য করা হয় ভোগের ব্যবস্থা। সন্ধ্যায় কালীপুজোও হবে। 

স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 6/7

এক্ষেত্রে সুবীরানন্দজি মহারাজ জানান, তাঁরা মনে করেন শ্রীরামকৃষ্ণই মা কালীর অবতার। তাই তাঁকেই কালীজ্ঞানে পুজো করা হবে। 

আরও পড়ুন22GB RAM, 640GB স্টোরেজ ও 44MP ক্যামেরাসহ আসছে নয়া গেমিং ফোন, জারি টিজার

স্বামীজির জন্মতিথি উদযাপন
  • 7/7

অন্যদিকে মঠ (Belur Math) জন সাধারণের জন্য খোলার প্রসঙ্গে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত নিয়ে দরজা খোলা হবে। 
 

Advertisement