scorecardresearch
 
Advertisement
ধর্ম

Tulsi Plant Rules: তুলসি পাতা ছেঁড়ার সময় এই নিয়মগুলি না মানলেই বিপদ! দুর্ভাগ্য আসবে পরিবারে

tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 1/8

হিন্দু ধর্মে তুলসিকে (Tulsi) অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি মন্দির তো বটেই, এমনকি প্রতিটি বাড়িতেই তুলসি গাছ থাকে। যেখানে রোজ, জল,ফুল, ধূপ, প্রদীপ দেওয়া হয়। 

tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 2/8

বিভিন্ন ধর্মীয় কাজে তুলসির ব্যবহার অত্যন্ত শুভ। পূরণ মতে, তুলসি গাছ থেকে পাতা ছেঁড়ার নির্দিষ্ট নিয়ম আছে। সঠিক নিয়ম না মানলে জীবনে খারাপ প্রভাব পড়ে। 
 

tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 3/8

এই দিনগুলিতে তুলসি পাতা ছিঁড়বেন না 

একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রবিবার, রাত্রিবেলা- এই দিনগুলিতে কিংবা সময় তুলসি গাছ থেকে পাতা ছেঁড়া অশুভ। 

Advertisement
tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 4/8

রবিবার কখনই তুলসি গাছে জল দেবেন না। এতে পরিবারে দুর্ভাগ্য আসতে পারে। 

tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 5/8

নখ দিয়ে ছেঁড়ায় না

বাড়ির অন্ধকার দিকে কখনই তুলসি গাছ রাখবেন না। খোলামেলা -আলোকিত স্থানে রাখুন। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান তুলসি তলায়। কখনই তুলসি পাতা নখ দিয়ে ছিঁড়বেন না। 
 

tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 6/8

শুকনো তুলসি পাতা ফেলবেন না 

তুলসি পাতা শুকনো হয়ে গেলে অনেক সময় আমরা ফেলে দি। কিংবা খেয়াল না করলে পায়ের তলায় পড়ে। এই ভুল কোনও ভাবেই করবেন না। শুকনো তুলসি পাতা তুলে, তুলসি গাছের মাটিতেই পুঁতে দিন। 

tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 7/8

এমনকি শুকনো তুলসি পাতা বাড়িতেই রাখা শুভ। তবে সেক্ষেত্রে, এটি রাখতে হবে বাড়ির দক্ষিণ -পূর্ব দিকে। এই দিকটি আগুনকে প্রতিনিধিত্ব করে। টবে তুলসি গাছ রাখা ভাল। 

Advertisement
tulsi plant sacred rules know before plucking tulsi leaves- তুলসি পাতা
  • 8/8

চারিপাশ পরিষ্কার রাখতে হবে

তুলসি গাছের চারিপাশ পরিষ্কার রাতে হয়। কোনও রকম জমা ময়লা, ঝাড়ু, পুরোনো কাপড়, আবর্জনা, কাঁটাযুক্ত গাছ, তুলসি গাছের আশেপাশে রাখবেন না। 

Advertisement