হিন্দু ধর্মের মহিলাদের জন্য বট সাবিত্রীর ব্রতের (Vat Sabitri Puja) মাহাত্ম্য অনেক। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো হয়। ১০ জুন পড়েছিল বট সাবিত্রীর ব্রত পালনের দিন।
ভারতের বিভিন্ন স্থানে উদজাপিত হল এই উৎসব। কিন্তু চোখে পড়ল আঁতকে ওঠার মতো দৃশ্য। কোভিড বিধি শিকেয় তুলে ব্রত পালনে মেতেছিলেন মহিলারা।
হরিদ্বারের 'হর কি পৌরী' ঘাটে গঙ্গাবক্ষে জমায়েত লক্ষ্য করা গেল ভক্তদের। যেখানে সকলের মুখে মাস্ক পর্যন্ত নেই, আর সামাজিক দূরত্ব বজায় রাখার তো প্রশ্নই উঠছে না।
উত্তর ভারতে বট সাবিত্রীর পুজো খুব জনপ্রিয়। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, বিহার, পঞ্জাব ও হরিয়ানাতে মহাসমারোহে এই ব্রত উৎসব পালন করা হয়।
বট সাবিত্রীর পুজোর দিন বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ুর জন্য উপবাস করেন। এই উৎসবে বটবৃক্ষকে বিশেষভাবে পুজো করা হয়। সেই সঙ্গে বট গাছে লাল সুতো বেঁধে ৫, ৭ , ১১ বা ২১ বার প্রদক্ষিণ করার রীতি আছে।
বিশ্বাস অনুযায়ী, যে সমস্ত মহিলারা এই দিন উপবাস করে ভক্তি মনে পুজো করেন, তাঁদের স্বামীর সমস্ত সমস্যা দূর হয়। অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়েরাও এই পুজো করেন। এইদিন হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়।