scorecardresearch
 

Most Determined Rashi: নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামেন না এই রাশির জাতকরা 

একবার যেটা ঠিক করে নিয়েছেন, সেটা করেই ছাড়বে। তার জন্য যত বাধা-বিঘ্ন বা সময়ই লাগুক না কেন, লড়তে থাকবেন। এমনই দৃঢ় মনোভাবাপন্ন হন কেউ কেউ। জ্যোতিষ মতেও কিন্তু এর ব্যাখা রয়েছে। বলা হয় নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই মানসিক দৃঢ়তা অনেক বেশি হয়। 

Advertisement
বলা হয় নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই মানসিক দৃঢ়তা অনেক বেশি হয়। বলা হয় নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই মানসিক দৃঢ়তা অনেক বেশি হয়।
হাইলাইটস
  • একবার যেটা ঠিক করে নিয়েছেন, সেটা করেই ছাড়বে। তার জন্য যত বাধা-বিঘ্ন বা সময়ই লাগুক না কেন, লড়তে থাকবেন।
  • এমনই দৃঢ় মনোভাবাপন্ন হন কেউ কেউ। জ্যোতিষ মতেও কিন্তু এর ব্যাখা রয়েছে।
  • বলা হয় নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই মানসিক দৃঢ়তা অনেক বেশি হয়। 

Most Determined Rashi: একবার যেটা ঠিক করে নিয়েছেন, সেটা করেই ছাড়বে। তার জন্য যত বাধা-বিঘ্ন বা সময়ই লাগুক না কেন, লড়তে থাকবেন। এমনই দৃঢ় মনোভাবাপন্ন হন কেউ কেউ। জ্যোতিষ মতেও কিন্তু এর ব্যাখা রয়েছে। বলা হয় নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই মানসিক দৃঢ়তা অনেক বেশি হয়। 

এই মানসিক দৃঢ়তার কারণে এঁদের কেরিয়ার, প্রেম ইত্যাদি ক্ষেত্রে সুবিধা হয়। আবার এই একই লড়াকু মনোভাবের কারণে মাঝে মাঝে এঁরা অবসাদের মধ্যে পড়ে যান। অনেক কষ্ট করার ফলে তাঁদের স্বাস্থ্যও মাঝে মাঝে ভেঙে পড়ে। একাগ্র মনোভাব অবশ্যই ভাল। তবে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খাতিরে কিছুটা ভারসাম্য রাখাও প্রয়োজন এই রাশির জাতক-জাতিকাদের। 

আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির মধ্যে লড়াকু মনোভাবে সবচেয়ে বেশি:
বৃশ্চিক: এঁদের জীবনে অনেক ওঠানামা রয়েছে। কিন্তু এর মধ্যেও লড়তে থাকেন বৃশ্চিক রাশির জাতকরা। মানসিক অবসাদে ভুগলেও কোনওমতে নিজের লক্ষ্যের জন্য কাজ করতেই থাকেন। অনেক সময়ে বৃশ্চিক রাশির জাতকরা নিজেরাই জানতে পারেন না যে তাঁরা কতটা অদম্য লড়াইয়ের মানসিকতা রাখেন। 

ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সময় লাগলেও উন্নতি অবশ্যম্ভাবী। তবে তাঁদের নিজেদের আবেগে নিয়ন্ত্রণ শেখা প্রয়োজন। সাধারণ ২৮-৩০ বছর বয়স থেকে, নানা কঠিন অভিজ্ঞতার পর আবেগে নিয়ন্ত্রণ আনতে শেখেন তাঁরা। 

মেষ: এই রাশির জাতক-জাতিকাদেরও আবেগ অত্যন্ত বেশি। একইসঙ্গে জেদও তুমুল। ফলে যেটা একবার স্থির করে ফেলেন, সেটি করেই ছাড়েন। কোনও স্থান দখল করলে সেটি ছাড়তে চান না। মেষ রাশির জাতক জাতিকাদের ভয় কম হয়। সেই কারণে মাঝে মাঝে অতিরিক্ত ঝুঁকিও নিয়ে ফেলেন তাঁরা। 

আরও পড়ুন

মেষ রাশির জাতকরা ব্যবসা ক্ষেত্রে বেশ ঝুঁকিও নিতে পারেন। তবে এক্ষেত্রে উল্লেখ্য, মেষ রাশির জাতকদের ঝুঁকি নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। সময় নিয়ে ভেবেচিন্তে তবেই ঝুঁকি নিন। 

Advertisement

মকর: সব সময়ে বড় সংকল্প নিয়ে এগোন মকর রাশির জাতক জাতিকারা। কোনও কাজ একবার করবেন বলে স্থির করলে তার জন্য় একটানা লড়তেই থাকেন। সেটি ভালবাসার ক্ষেত্রেই হোক, বা কেরিয়ার।

মকর রাশির সবচেয়ে বড় গুণ হল, এঁরা ক্লান্ত হলেও এক নাগাড়ে পরিশ্রম করে যেতে পারেন। 
 

Advertisement