Guru Purnima 2022: গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে ৪ শুভ যোগ, সব কাজে আসবে সাফল্য

Guru Purnima 2022: বেদের রচয়িতা মহর্ষি বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন। চারটি বেদেরই জ্ঞান ছিল তাঁর। এ কারণেই এই দিনে গুরু পুজোর প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। ১৩ জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে। জ্যোতিষীদের মতে, এই বছর গুরু পূর্ণিমাও বিশেষ, কারণ এই দিনে ৪টি রাজ যোগ তৈরি হচ্ছে।

Advertisement
 গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে  ৪ শুভ যোগ, সব কাজে আসবে সাফল্য গুরু পূর্ণিমা উপলক্ষে তৈরি হচ্ছে চারটি বিশেষ যোগ
হাইলাইটস
  • গুরু পূর্ণিমা উপলক্ষে তৈরি হচ্ছে চারটি বিশেষ যোগ
  • গুরু পূর্ণিমার গুরুত্ব ও শুভ সময় জেনে নিন

Guru Purnima 2022:  আষাঢ় মাসে আসা পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। বিশ্বাস করা হয় যে বেদের রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। চারটি বেদেরই জ্ঞান ছিল তাঁর। এ কারণেই এই দিনে গুরু পুজোপ প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। ১৩ জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে। জ্যোতিষীদের মতে, এই বছর গুরু পূর্ণিমাও বিশেষ কারণ এই দিনে ৪টি রাজ যোগ তৈরি হচ্ছে।

গুরু পূর্ণিমায় ৪ রাজযোগ 
 জ্যোতিষীদের মতে, এ বছর গুরু পূর্ণিমায় গ্রহ ও নক্ষত্রের সংমিশ্রণে ৪টি রাজযোগ তৈরি হচ্ছে। এই দিনে বৃহস্পতি, মঙ্গল, বুধ ও শনি শুভ অবস্থানে থাকবে। রুচক, হংস, ষ ও ভাদ্র যোগ গ্রহের বিশেষ অবস্থান দ্বারা গঠিত হবে। শুধু তাই নয়, বুধাদিত্য যোগও এই দিনে তৈরি হবে। এ কারণেই এ বছর গুরু পূর্ণিমাকে আরও বিশেষ হিসেবে ধরা হচ্ছে।

গুরু পূর্ণিমার তাৎপর্য 
হিন্দু ধর্মে গুরুকে ঈশ্বরের উপরে মর্যাদা দেওয়া হয়েছে। প্রকৃত গুরু তিনিই যিনি তাঁর শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে দূরে রাখেন এবং তাঁর জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করেন। গুরুদেব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের পথও বলেন। তাই গুরু পূর্ণিমায় গুরুপুজোর বিশেষ গুরুত্ব বলা হয়েছে।

গুরু পূর্ণিমার মুহুর্ত
এবার গুরু পূর্ণিমা হবে ১৩ জুলাই বুধবার। গুরু পূর্ণিমা ১৩ই জুলাই ভোর ৪টে থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ১৪ই জুলাই বৃহস্পতিবার বেলা ১২:৬-এ  শেষ হবে।

গুরু পূর্ণিমায় কী করবেন
গুরু পূর্ণিমার দিন সকালে তাড়াতাড়ি স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরিধান করুন। বাড়ির মন্দিরেই দেবতাদের পুজো করুন। ভগবান বিষ্ণু ও বেদব্যাসের পুজো করুন। তারপর আপনার গুরুর তিলক করুন, মালা পরান। যদি গুরুর সঙ্গে দেখা করা সম্ভব হয় তবে গিয়ে তাঁর আশীর্বাদ নিন। আপনার সামর্থ্য অনুযায়ী উপহার দিয়ে তাদের সম্মান করুন।  এটা বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিনে যে শিষ্য তার গুরুকে আন্তরিক চিত্তে পুজো করেন, তিনি তার সমস্ত কাজে সাফল্য পান। 

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement