scorecardresearch
 

Lord Shiva: কার্তিক এবং গণেশ বাদেও শিবের চার পুত্র আছে, জানেন?

হিন্দু ধর্মাবলম্বী মাত্রেই জানেন, ভগবান শিবের দুই পুত্র। দেব সেনাপতি কার্তিক বা ষড়ানন এবং সিদ্ধিদাতা গণেশ বা গজানন। কিন্তু, ‘শিবপুরাণ’ অনুযায়ী, ভগবান শিবের পুত্র সংখ্যা ছয়। এই পুত্রেরা কেউই কিন্তু পার্বতীর সন্তান নন। শিবের বিভিন্ন লীলার সময়ে এঁদের জন্ম হয়। কার্তিক-গণেশ ছাড়াও বাকি চার পুত্রের সন্ধান রইল এখানে।

Advertisement
ভগবান শিব ভগবান শিব
হাইলাইটস
  • ভগবান শিবের আরাধনার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের
  • এই মাসকেই শিবের জন্ম মাস হিসাবে বর্ণনা করা হয়েছে শিব পুরাণে।
  • ভগবান মহাদেবের জীবন কাহিনির একটি অংশ তুলে ধরা হল।

দেবাদিদেব মহাদেব (Lord Shiva)। ত্রিলোকে তিনি পূজিত হন। ভগবান শিবের আরাধনার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের (Sawan)। এই মাসকেই শিবের জন্ম মাস হিসাবে বর্ণনা করা হয়েছে শিব পুরাণে। তিথি অনুযায়ী আগামী কাল ৩ অগাস্ট ভগবান শিবের (Lord Shiva) জন্মদিন। আজ সেই উপলক্ষে ভগবান মহাদেবের জীবন কাহিনির একটি অংশ তুলে ধরা হল।

হিন্দু ধর্মাবলম্বী মাত্রেই জানেন, ভগবান শিবের দুই পুত্র। দেব সেনাপতি কার্তিক বা ষড়ানন এবং সিদ্ধিদাতা গণেশ বা গজানন। কিন্তু, ‘শিবপুরাণ’ অনুযায়ী, ভগবান শিবের পুত্র সংখ্যা ছয়। এই পুত্রেরা কেউই কিন্তু পার্বতীর সন্তান নন। শিবের বিভিন্ন লীলার সময়ে এঁদের জন্ম হয়। কার্তিক-গণেশ ছাড়াও বাকি চার পুত্রের সন্ধান রইল এখানে।

• আয়াপ্পা — অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। ভগবান শিব মোহিনীর সৌন্দর্যে মোহিত হন। মোহিনীর সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু মিলনের আগেই তাঁর বীর্য স্খলন হয়ে মাটিতে পরে। সেখান থেকেই আয়াপ্পার জন্ম হয়। দক্ষিণ ভারেত আয়াপ্পা বা আইয়াপ্পা গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে পূজিত হন। তাঁকে হরি ও হরের সম্মিলিত রূপ বলে মনে করা হয়। গোটা দক্ষিণ ভারত জুড়ে আয়াপ্পার বহু মন্দির দেখা যায়।

 

• অন্ধক — দৈত্য রাজ হিরণ্যাক্ষ অপুত্রক ছিলেন। তিনি পুত্রলাভের আশায় মহাদেবের তপস্যা করেন। ভগবান শিবের আশীর্বাদে এক পুত্র সন্তান লাভ করেন হিরণ্যাক্ষ। জন্মান্ধ সেই পুত্রের নাম ছিল অন্ধক। অন্ধক দেবী পার্বতীকে বল পূর্বক অধিকার করতে চাইলে স্বয়ং শিবই তাঁকে হত্যা করেন।

 

Advertisement

• ভৌম — শিবের স্বেদ বিন্দু ভূমিতে পড়ে ভৌমের জন্ম হয়েছিল। শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভূমি দেবীই ভৌমকে পালন করেন। পরে শিব ভূমি দেবীর কাছে ভৌমের কথা জানতে পারেন এবং তাকে পুত্র হিসেবে স্বীকার করে নেন।

 

• খুজ — এক বার গভীর ধ্যানে মগ্ন অবস্থায় শিবের দেহ থেকে তীব্র জ্যোতি বিকীর্ণ হতে থাকে। সেই জ্যোতি ভূমিতে প্রবিষ্ট হলে খুজের জন্ম হয়। তাঁর শরীর লোহার মতো শক্ত এবং ঋজু ছিল। তাই তাঁকে লৌহের দেবতা হিসাবে মনে করা হয়।

 

Advertisement