scorecardresearch
 

Easy Path Of Success According To Astrology: কুণ্ডলীর দোষেই আটকে যায় সাফল্য, এই মন্ত্রে কাটবে বিপদ

Easy Path Of Success According To Astrology: কুন্ডলীর দোষেই আমাদের অনেক কাজ আটকে যায়। ব্যর্থতা আসে। তবে সেটাই চূড়ান্ত নয়। চাইলে আমরা দোষ কাটাতেও পারি। তার জন্য খুব কঠিন তপস্য়া করতে হয়,তাও নয়। বরং এটা সহজ। আসুন জেনে নিই কীভাবে কুণ্ডলীর দোষ কাটিয়ে সাফল্যের রাস্তায় হাঁটতে পারবেন।

Advertisement
কুণ্ডলীর দোষেই আটকে যায় সাফল্য, এই মন্ত্রে কাটবে বিপদ কুণ্ডলীর দোষেই আটকে যায় সাফল্য, এই মন্ত্রে কাটবে বিপদ
হাইলাইটস
  • কীভাবে আসবে জীবনে সাফল্য
  • জ্যোতিষের হিসেবে জেনে নিন
  • কী করলে কাটবে দোষ

Easy Path Of Success According To Astrology: কুণ্ডলীতে চতুর্থ, সপ্তম এবং দশম ভাব থেকে ব্যক্তির নাম এবং যশ তৈরি হয়। কখনও কখনও দ্বাদশ ভাব থেকেও নাম-যশ এর বিচার করা হয়। মূল রূপে চাঁদ এবং শুক্র যশদানকারী গ্রহ বলে মনে করা হয়। হস্তরেখা বিজ্ঞানে সূর্য কে যশের গ্রহ বলে মনে করে। শনি, রাহু এবং খারাপ চাঁদ, অপযশ সৃষ্টিকারী গ্রহ। এছাড়া কখনও কখনও সঙ্গতের কারণেও অপযশ এর যোগ তৈরি হয়ে যায়।

কুন্ডলীর দোষেই আমাদের অনেক কাজ আটকে যায়। ব্যর্থতা আসে। তবে সেটাই চূড়ান্ত নয়। চাইলে আমরা দোষ কাটাতেও পারি। তার জন্য খুব কঠিন তপস্য়া করতে হয়,তাও নয়। বরং এটা সহজ। আসুন জেনে নিই কীভাবে কুণ্ডলীর দোষ কাটিয়ে সাফল্যের রাস্তায় হাঁটতে পারবেন।

আরও পড়ুনঃ তৈরি হয়েছে বিশেষ যোগ, যা করবেন তাতেই সাফল্য, এই ৩ রাশিকে আটকানো মুশকিল

কখনও ব্যক্তি জীবনে খুব সাফল্য এবং যশ পাবেন?

১. যদি ব্যক্তির কুন্ডলীতে চতুর্থ, সপ্তম বা নবম ভাব মজবুত থাকে।

২. যদি চাঁদ এবং শুক্রর মধ্যে কোনও একটা শক্তিশালী থাকে।

৩. যদি কুন্ডলীতে পঞ্চ মহাপুরুষ যোগ থাকে।

৪. যদি কুন্ডলীতে গজকেশরী যোগ থাকে।

৫. যদি হাতের দুটি সূর্য রেখা বা সূর্য পর্বতের ওপর ত্রিভুজ থাকে।

কখন ব্যক্তির জীবনের অপযশ আসে?

১. যখন ব্যক্তি সূর্য অথবা চন্দ্র খারাপ যোগে থাকে।

২. যখন কুন্ডলীতে অষ্টম অথবা দ্বাদশ ভাব খারাপ হয়।

৩. যখন কুন্ডলীতে শুক্র বা চাঁদ নিচু রাশিতে থাকে।

৪. যখন সূর্য রেখা খন্ডিত থাকে এবং তার ওপর দীপ থাকে।

৫. যখন সূর্য, পর্বতের উপর তিল বা বলয় তৈরি করে।

৬. অন্ধকার ঘর-বাড়িতে থাকলে তাদের অপরাধের সম্ভাবনা বাড়তে থাকে।

Advertisement

জীবনে যশ প্রাপ্তির জন্য কী উপায় করতে হবে?

১. সকালে উঠে সবার আগে নিজের দুই হাতের তালু দেখুন।

২. এরপরে মা-বাবা এবং বরিষ্ঠ জনের চরণ স্পর্শ করুন।

৩. নবোদিত সূর্যকে রোজ সকালে জল অর্পণ করুন।

৪. এরপরে ঔঁ ভাস্করায় নমঃ ১০৮ বার জপ করুন।

৫. লাল চন্দনের তিলক নিজের গলায় লাগান।

অপযশ থেকে বাঁচতে হলে কী করা উচিত?

১. প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানকে সিঁদুর দান করুন।

২. সকাল বেলায় উঠে প্রতিদিন শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন।

৩. তামার একটা সূর্য লাল সুতোয় বেঁধে রবিবার গলায় ধারণ করুন।

৪. প্রত্যেক অমাবস্যায় চাল-ডাল আটা এবং সবজি দান করুন।

৫. মাথা পূর্বদিকে করে রাতে ঘুমোন।

 

Advertisement