Shani Jayanthi 2023 Astro Tips Zodiac Rashifal: দেওয়ালে পিঠ ঠেকেছে? শনি জয়ন্তীতেই দশা কাটাতে পারেন, রইল উপায়

Shani Jayanthi 2023 Astro Tips Zodiac Rashifal: প্রতি বছর দু’বার শনি জয়ন্তী পালন করা হয়। একটি বৈশাখ মাসে ও একটি জৈষ্ঠ মাসের অমাবস্যায় পালন হয়। এপ্রিল মাসের ২০ তারিখ বৈশাখী অমাবস্যা দক্ষিণ ভারতের শনি জয়ন্তী পালিত হয়েছে। আবার ১৯ মে জ্যেষ্ঠ অমাবস্যায় উত্তর ভারতে শনির জন্মবার্ষিকী উদযাপিত পালিত হবে। ওইদিন বট সাবিত্রী ব্রতও পালিত হবে। কথিত আছে, এদিন শনিদেবতাকে তুষ্ট করতে পারলে সমস্ত সমস্যা মিটে যায়। 

Advertisement
দেওয়ালে পিঠ ঠেকেছে? শনি জয়ন্তীতেই দশা কাটাতে পারেন, রইল উপায়শনির প্রকোপ থেকে রক্ষা শনি জয়ন্তীতে
হাইলাইটস
  • বারের দোষ কাটান শনিজয়ন্তীতে
  • কবে কীভাবে করবেন উপায় জেনে নিন

Shani Jayanthi 2023 Astro Tips Zodiac Rashifal: সূর্য ও ছায়ার পুত্র শনি হলেন কর্মের দেবতা। তিনি একমাত্র দেবতা যিনি কর্মফল অনুযায়ী সকল রাশির ব্যক্তিদের বিশেষ প্রভাব ফেলে। এদিন শনি দেবতার পূজা করলে জীবনে সাফল্য আসে, সেই সঙ্গে শনির সাড়ে সাতি, শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্য এবং ছায়ার পুত্র শনি হলেন গর্বের দেবতা। তাকে আমরা সন্তান, সৌভাগ্য, সাফল্য কারক বলেই জানি। এই দিনটি শনিদেবকে খুশি করার জন্য খুবই শুভ দিন বলে মনে করা হয়। শনি জয়ন্তীর শুভ সময়, পুজোর পদ্ধতি ও কীভাবে নেবেন এই পুজোর ব্যবস্থা তা জেনে নিন।

শুভ সময়

১. সকালের শুভ সময় ৫.৫১ - ৭.২৮ (১৯ মে)

২. দুপুরের শুভ মুহূর্ত সকাল ১০.৪৫ থেকে দুপুর ১ টা ৫৮ মিনিট (১৯ মে)

৪. সন্ধ্যার শুভ সময় সন্ধ্যে ৬ টা ৫০ মিনিট থেকে রাত ৮ টা ১২ মিনিট পর্যন্ত। (১৯ মে)

জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তীর শুভ সময়

১. জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ১৮ মে, সকাল ৯ টা ৪২ মিনিটে

২. জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা শেষ হয় ১৯ মে, রাত ৯ টা ২২ মিনিটে

শোভন যোগের সময়- ১৮ মে রাত ৭ টা ৩৭ মিনিট থেকে ১৯ মে সন্ধে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত সকালের

শুভ সময়- ৭ টা ১১ মিনিট থেকে ১০ টা ৩৫ মিনিট পর্যন্ত (১৯ মে)

দুপুরের শুভ মুহূর্ত - রাত ১২ টা ১৮ মিনিট থেকে - রাত ২ টো পর্যন্ত (১৯ মে)

সন্ধ্যার শুভ সময় -বিকেলে ৫ টা ২৫ মিনিট থেকে সন্ধে ৭ টা ০৭ মিনিট পর্যন্ত (১৯ মে)

শনি জয়ন্তী পুজো করার পদ্ধতি ও নিয়ম

১. শনি দেবতার মূর্তিতে সরষের তেল দিয়ে অভিষেক করতে হবে। তারপর ওম শন শনিশ্চরায় নমঃ: মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে।

Advertisement

২. শনিদেবকে নীল ফুল, নীল বস্ত্র অর্পণ করুন। কালো তিল দিয়ে তৈরি খাবার ঈশ্বরকে নিবেদন করুন। জুতা, চপ্পল, তিল ও সরিষার তেল অভাবীদের দান করুন।

৩. পুজোর পরে, জেনে বা অজান্তে করা ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন।

৪. এরপর প্রসাদ বিতরণ করে নিজে গ্রহণ করুন। এতে শনি প্রসন্ন হন এবং শনি দোষ অনেকটাই কমে যায়।

পুজোর সময় যা যা করবেন না

১. শনিদেবের পুজো করার সময় মহিলারা দেবতার মূর্তি স্পর্শ করবেন না।

২. এছাড়াও, শনি পুজো করার সময়, তাঁর চোখের দিকে তাকাবেন না।

৩. শনি জয়ন্তীর দিন মাসকলাই ডাল খাবেন না। এ ছাড়া মালকলাইয়ের তৈরি কোনও কিছু ভুলেও খাবেন না।

৪. শনি জয়ন্তীর দিন মদ ছোঁবেন না। আমিষ খাবার খাবেন না। 

৫. এই দিনে সরষের তেলও কিনবেন না।

৬. শনি জয়ন্তীর দিন ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। 

৭. অমাবস্যা হওয়ায় এই দিনে কোনও শুভ কাজ করবেন না।

 

POST A COMMENT
Advertisement