scorecardresearch
 

Bhai Phota 2022 : ৫০ বছর পর বিশেষ যোগ, নিজস্ব রাশিতে ৩ বড় গ্রহ, কেমন কাটবে এবারের ভাইফোঁটা?

পঞ্জিকা অনুসারে, এই বছর ২৬ অক্টোবর দুপুর ২টো ৪৩ মিনিট থেকে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে ভাইফোঁটার তিথি। এর মাঝে যেকোনও সময় নেওয়া যাবে ফোঁটা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ভাইফোঁটায় বিশেষ যোগ
  • ৩ গ্রহ নিজস্ব রাশিতে
  • জানুন কী বলছে জ্যোতিষ শাস্ত্র

এই বছর ২৬ এবং ২৭ অক্টোবর, দু'দিনই উদযাপন করা হচ্ছে ভাইফোঁটা (Bhai Phota 2022)। জ্যোতিষ মতে এবারের ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। ৫০ বছর পরে এমনটা এসেছে যেখানে সূর্যগ্রহণের পরের দিনই হচ্ছে ভাইফোঁটা। মঙ্গলবারের সূর্যগ্রহণ ভারতের বেশকয়েকটি জায়াগা থেকে দেখা গিয়েছে। যদিও এই নিয়ে অবশ্য ভাই কিংবা বোনেদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। 

ভাইফোঁটায় গ্রহদের চাল
জ্যোতিষশাস্ত্র বলছে, ভাইফোঁটায় ৩ প্রধান গ্রহ, বৃহস্পতি বক্রি অবস্থায় মীনে, শুক্র তুলায় এবং শনি মকর রাশিতে অবস্থান করছে। এই ৩ গ্রহের নিজস্ব রাশিতে অবস্থান উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। 

ভাইফোঁটার তিথি (Bhai Dooj Shubh Muhurat)
পঞ্জিকা অনুসারে, এই বছর ২৬ অক্টোবর দুপুর ২টো ৪৩ মিনিট থেকে ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে ভাইফোঁটার তিথি। এর মাঝে যেকোনও সময় নেওয়া যাবে ফোঁটা। 

ভাইফোঁটার সামগ্রী
এই দিন ভাইদের ফোঁটা দেন বোনেরা। আর সেই ভাইফোঁটার থালায় রাখতে হয় কিছু বিশেষ সামগ্রী যেমন, সিঁদূর, ফুল, চাল,সুপারি, পান পাতা, রুপোর কয়েন, নারকেল, মালা, মিষ্টি, দূর্বা, কলা ও প্রদীপ। কারণ এগুলি ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ভাইফোঁটা। 

ভাইফোঁটার নিয়ম (Bhai Dooj Vidhi)
সকাল সকাল স্নান সেরে ইষ্টদেব, ভগবান বিষ্ণু ও গণেশের পুজো করুন। এরপর শুভ সময় দেখে ভাইকে ফোঁটা দিন। তারপর ভাইকে মিষ্টিমুখ করান। সবশেষে তাঁর দীর্ঘায়ু কামনা করুন। এছাড়াও এই দিন ভাইবোনেদের মধ্যে জমিয়ে খাওয়াদাওয়া ও উপহার বিনিময়ের প্রথাও রয়েছে। 

আরও পড়ুনচিনির বদলে কি গুড় খাওয়া স্বাস্থ্যকর? যা জানালেন পুষ্টিবিদরা...


 

Advertisement