scorecardresearch
 

Chaitra Navratri 2023: বাসন্তীপুজোয় এই ৭ ভুল একদম নয়, দেবীর আশিসে পাবেন সুখ-সমৃদ্ধি

চৈত্র নবরাত্রিতে ৯ দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। প্রতি বছর নবরাত্রিতে দেবী বিশেষ বাহনে ধরায় আসেন। যার বিশেষ তাৎপর্য রয়েছে। এ বছর নবরাত্রিতে নৌকায় চড়ে আসবেন দেবী। বাংলায় এই সময় পূজিত হন দেবী বাসন্তী।

Basanti Pujo 2023 বাসন্তী পুজো ২০২৩। Basanti Pujo 2023 বাসন্তী পুজো ২০২৩।
হাইলাইটস
  • শুরু হচ্ছে বাসন্তী পুজো।
  • এই ৭ ভুল করবেন না।

২২ মার্চ শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। নবমী ৩০ মার্চ। এর মধ্যে ২২ মার্চ হিন্দু নববর্ষ। চৈত্র নবরাত্রিতে ৯ দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। প্রতি বছর নবরাত্রিতে দেবী বিশেষ বাহনে ধরায় আসেন। যার বিশেষ তাৎপর্য রয়েছে। এ বছর নবরাত্রিতে নৌকায় চড়ে আসবেন দেবী। বাংলায় এই সময় পূজিত হন দেবী বাসন্তী। এই ৯দিন ৭ কাজ করতে নেই, রুষ্ট হন দেবী। 

১। পরিষ্কার-পরিচ্ছন্নতা- নবরাত্রির আগে ঘর পরিষ্কার করুন। ঘরের মন্দির পরিষ্কার করুন। ঘর অপরিষ্কার রাখবেন না। ময়লা-আবর্জনা, অকেজো জিনিস ঘরে রাখা উচিত নয়। এই অকেজো জিনিসগুলি থেকে ঘরে আসে নেতিবাচক শক্তি। 

২। সাত্ত্বিক থাকুন- বাসন্তী পুজোর দিনগুলিতে সাত্ত্বিক আহার করুন। মাছ-মাংস, পেঁয়াজ এবং রসুন খাবেন না। নবরাত্রির সময় এই জিনিসগুলি খেলে মানসিক অবসাদ দেখা দেয় বলে লোকবিশ্বাস। এই ৯ দিন আমিষ থেকে দূরে থাকুন। 

৩। নখ কামড়ানো- নবরাত্রির ৯ দিন নখ কামড়ানো অনুচিত। নবরাত্রি শুরু হওয়ার আগে নখ কেটে ফেলা উচিত। ৯ দিনে নখ কাটবেন না। কথিত আছে, এতে দেবী ক্রুদ্ধ হন। রোষের মুখে পড়বেন দেবীর।

৪। চুল-দাড়ি কাটবেন না- নবরাত্রির সময় চুল কাটা ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা হ্রাস করে। তাই ৯ দিন চুল-দাড়ি কাটা এড়িয়ে চলুন।

আরও পড়ুন- শনি ও সূর্যের রোষ থেকে মুক্ত ৫ রাশি, বাধা কেটে হাতে আসবে টাকা

৫। অ্যালকোহল খাবেন না- পবিত্র অনুষ্ঠান বা উৎসবের সময় অ্যালকোহল খাওয়া উচিত নয়। চৈত্র নবরাত্রিতে মাতৃদেবীর পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তাই নবরাত্রি পুজোর ৯ দিনের মধ্যে মদ্যপান করা উচিত নয়।

৬। চামড়ার জিনিস পরবেন না- চামড়ার জিনিস যেমন চামড়ার বেল্ট, জুতো, জ্যাকেট, ব্রেসলেট ইত্যাদি পরা এড়িয়ে চলুন। এর পিছনে রয়েছে চামড়া দিয়ে তৈরি জিনিস অশুভ বলে মনে করা হয়। তাই নবরাত্রির সময় চামড়ার তৈরি কিছু ব্যবহার করবেন না। 

৭। মন্দ কথা নয়- নবরাত্রির সময় কাউকে খারাপ কথা বলবেন না। অশুভ বা খারাপ কথা বলা এড়িয়ে চলুন। নবরাত্রি হল দেবী আরাধনার সময়। এই সময়ে যদি ভুল শব্দ ব্যবহার করা হয়, তাহলে দেবী ক্ষুদ্ধ হতে পারেন। তা থেকে বিরত থাকুন। নবরাত্রির দিনগুলিতে হাতাহাতি এবং মিথ্যা বলা এড়িয়ে চলা উচিত।