scorecardresearch
 

Mahashivratri 2022: মহাদেবের কৃপায় হবে সব ইচ্ছাপূরণ, মহাশিবরাত্রিতে করুণ এই মন্ত্র জপ

Mahashivratri 2022: ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি (Maha Shivratri) উৎসব পালিত হয়। এবার মহাশিবরাত্রি পালিত হবে আগামী ১ মার্চ মঙ্গলবার। শিব ভক্তরা এই উৎসবটি শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে উদযাপন করেন। যে সমস্ত ভক্তরা ভগবান শিবের উপাসনা করেন এবং পূর্ণ উপাচারে এই দিনে উপবাস করেন, তারা কাঙ্ক্ষিত ফল পান। মহাশিবরাত্রিতে শিবের অভিষেকের পাশাপাশি কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করলেও শিবের কৃপা পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক শিবকে খুশি করতে কোন মন্ত্রগুলি জপ করতে হবে।

Advertisement
মহাশিবরাত্রি মহাশিবরাত্রি

Mahashivratri 2022: ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি (Maha Shivratri) উৎসব পালিত হয়। এবার মহাশিবরাত্রি পালিত হবে আগামী ১ মার্চ মঙ্গলবার। শিব ভক্তরা এই উৎসবটি শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে উদযাপন করেন। যে সমস্ত ভক্তরা ভগবান শিবের উপাসনা করেন এবং পূর্ণ উপাচারে এই দিনে উপবাস করেন, তারা কাঙ্ক্ষিত ফল পান। মহাশিবরাত্রিতে শিবের অভিষেকের পাশাপাশি কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করলেও শিবের কৃপা পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক শিবকে খুশি করতে কোন মন্ত্রগুলি জপ করতে হবে।

 

অলৌকিক শিব মন্ত্র

১. ওম শিবায় নমঃ:
২. ওম সর্বাত্মনে নমঃ:
৩. ওম ত্রিনেত্রায় নমঃ:
৪. ওম হারায় নমঃ:
৫. ওম ইন্দ্রমুখায় নমঃ:
৬. ওম শ্রীকণ্ঠায় নমঃ:
৭. ওম বামদেবায় নমঃ:
৮. ওম তৎপুরুষায় নমঃ:
৯. ওম ঈশানায় নমঃ:
১০. ওম অনন্তধর্মায় নমঃ
১১. ওম জ্ঞানভূতায় নমঃ:
১২. ওম অনন্তবৈরাগ্যসিংহায় নমঃ:
১৩. ওম প্রধান নমঃ:
১৪. ওম ব্যোমাত্নে নমঃ:
১৫. ওম মহাকালায় নমঃ:
১৬. শিব গায়ত্রী মন্ত্র: ওম তৎপুরুষ বিদ্যামহে, মহাদেবায় ধীমহি, তন্নো রুদ্র প্রচোদয়াৎ।
১৭. ওম হ্রীম নমঃ শিবায় হ্রীম ওম।
১৮. ওম নমঃ শিবায়
১৯. ওম আইম হ্রীম শিব মহিমান্বিত হ্রীম ওম।
২০. ওম আশুতোষায় নমঃ


মহাশিবরাত্রি 2022 চার প্রহরে পূজার সময়


প্রথম প্রহরে পূজা - ১ মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২১ থেকে ৯:২৭ পর্যন্ত।

দ্বিতীয় প্রহরে পূজা- ১ মার্চ রাত ৯:২৭ মিনিট থেকে ১২:৩৩ মিনিট পর্যন্ত।

তৃতীয় প্রহরের পূজা- ১ মার্চ রাত ১২:৩৩ মিনিট থেকে ৩:৩৯ মিনিট পর্যন্ত।

চতুর্থ প্রহরের পূজা- ২ মার্চ ভোর ৩:৩৯ থেকে সকাল ৬:৪৫ পর্যন্ত।

Advertisement

উপবাসের শুভ সময় - 2 মার্চ, 2022, দিনটি বুধবার সন্ধ্যা 6.46 টা পর্যন্ত থাকবে।


মহা শিবরাত্রির পূজা পদ্ধতি (Maha Shivratri 2022 Puja Vidhi)

শিবরাত্রিতে ভগবান শঙ্করকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। ৮ ঘটি জল অর্পণ করুন। সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখুন। চন্দনের তিলক লাগান। তিনটি বেল পাতা, গাঁজা, ধুতরো, তুলসী, জায়ফল, ফল, মিষ্টি, মিষ্টি পান, সুগন্ধি ও দক্ষিণা নিবেদন করুন। সর্বোপরি, জাফরানযুক্ত খির নিবেদন করে প্রসাদ বিতরণ করুন।

 

Advertisement