Eid ul-Fitr 2023: ভারতে ইদ কবে? জানিয়ে দিল শিয়া চাঁদ কমিটি

রমজান মাসের শেষ দিনে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ইসলামি ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে পালিত হয় ইদ।

Advertisement
ভারতে ইদ কবে? জানিয়ে দিল শিয়া চাঁদ কমিটি Eid ul-Fitr 2023
হাইলাইটস
  • শনিবার ইদ।
  • মুসলিমরা উদযাপন করেন এই দিনটি।

দেশের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর পালিত উদযাপিত হবে ২২ এপ্রিল। শুক্রবার ইদের ঘোষণা করল শিয়া চাঁদ কমিটি। শুক্রবার দেখা গিয়েছে ইদের চাঁদ। রমজান মাসের শেষ দিনে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ইসলামি ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে পালিত হয় ইদ।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং কাতারে শুক্রবারই ইদ উদযাপিত হচ্ছে। ভারতে ইদ উদযাপিত হবে শনিবার। প্রায় ১ মাস ধরে রমজানের কঠোর উপবাস ও রীতির পর ইদ উদযাপিত হয়। রমজান মাসের শেষে চাঁদের দর্শনের উপর নির্ভর করে ইদ। 

সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় রমজানের শেষ দিনে ইদ উদযাপন করে। ওই দিন বাড়িতে নানা রসনা তৈরি হয়। সেবামূলক কাজও করা হয়। এর মধ্যে গরিবদের খাবার দেওয়া এবং দান করাও রয়েছে। নতুন পোশাক পরে পরস্পরকে শুভেচ্ছা জানান। 

ইদে নতুন জামাকাপড় পরে মসজিদে নমাজ পড়তে যায়। বাড়িতে তৈরি হয় বিবিধ খাবার। বিরিয়ানি, কাবাব ও মিষ্টি সেমাই তৈরি করা হয়। ছোটদের উপহার দেন বাড়ির বড় সদস্যরা।

আরও পড়ুন- প্রিয়জনকে ইদে পাঠান এই শুভেচ্ছা- মেসেজ

 

POST A COMMENT
Advertisement