Falgun Vrat Utsav 2024: আজ থেকে শুরু প্রেমের মাস ফাল্গুন, হোলি থেকে শিবরাত্রি রইল সব উৎসবের তালিকা

Falgun Vrat Utsav 2024: ফাল্গুন মাস হিন্দু ক্যালেন্ডারের শেষমাস হিসাবে পরিচিত। এই মাসের পূর্ণিমা ফাল্গুনী নক্ষত্রে হওয়ার কারণে এই মাসের নাম ফাল্গুন। এই মাসকে আনন্দ ও উৎসবেরমাস বলা হয়ে থাকে। এই মাস থেকেই আস্তে আস্তে গরম পড়তে শুরু করে এবং ঠান্ডা কমতে শুরু করে দেয়। অপরদিকে, বসন্তকালের প্রভাবে এই মাকে প্রেম ও সম্পর্কের মরশুমও বলা হয়ে থাকে।

Advertisement
আজ থেকে শুরু প্রেমের মাস ফাল্গুন, হোলি থেকে শিবরাত্রি রইল সব উৎসবের তালিকাফাল্গুন মাস ২০২৪
হাইলাইটস
  • ফাল্গুন মাস হিন্দু ক্যালেন্ডারের শেষমাস হিসাবে পরিচিত।
  • এই বছরে ফাল্গুন মাস শুরু হয়ে গিয়েছে ২৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে যা থাকবে ২৫ মার্চ পর্যন্ত।

ফাল্গুন মাস হিন্দু ক্যালেন্ডারের শেষমাস হিসাবে পরিচিত। এই মাসের পূর্ণিমা ফাল্গুনী নক্ষত্রে হওয়ার কারণে এই মাসের নাম ফাল্গুন। এই মাসকে আনন্দ ও উৎসবেরমাস বলা হয়ে থাকে। এই মাস থেকেই আস্তে আস্তে গরম পড়তে শুরু করে এবং ঠান্ডা কমতে শুরু করে দেয়। অপরদিকে, বসন্তকালের প্রভাবে এই মাকে প্রেম ও সম্পর্কের মরশুমও বলা হয়ে থাকে। এই মাস থেকেই খাওয়া-দাওয়া ও জীবনচর্চায় বদল আনা জরুরি। মনের চঞ্চলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এই বছরে ফাল্গুন মাস শুরু হয়ে গিয়েছে ২৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে যা থাকবে ২৫ মার্চ পর্যন্ত। 

ব্রত-উৎসব
 ফাল্গুন শুক্ল অষ্টমীতে মা লক্ষ্মী ও মা সীতার পুজো করা হয়ে থাকে। ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে ভগবান শিবের উপাসনার মহাপর্ব শিবরাত্রি পালন করা হয়ে থাকে। ফাল্গুনে চন্দ্রমার জন্ম হয়েছিল, এইজন্য এই মাসে চন্দ্রমারও উপাসনা করা হয়ে থাকে। ফাল্গুনে প্রেম ও আধ্যাত্মিকতার উৎসব হোলিও রয়েছে। আসুন একনজরে এই একমাসে থাকা ব্রত ও উৎসবগুলি দেখে নিন। 

২৮ ফেব্রুয়ারী ২০২৪ (বুধবার) - দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থী
১ মার্চ ২০২৪ (শুক্রবার) - যশোদা জয়ন্তী
৩ মার্চ ২০২৪ (রবিবার) - শবরী জয়ন্তী, ভানু সপ্তমী
৪ মার্চ ২০২৪ (সোমবার) - জানকী জয়ন্তী
৬ মার্চ ২০২৪ (বুধবার)-বিজয়া একাদশী
৮ মার্চ ২০২৪ (শুক্রবার)-মহাশিবরাত্রি, প্রদোষ ব্রত (কৃষ্ণ), মাসিক শিবরাত্রি, পঞ্চক শুরু। 
১০ মার্চ ২০২৪ (রবিবার)-ফাল্গুন অমাবস্যা
১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার)-ফুলেরা দুজ, রামকৃষ্ণ জয়ন্তী
১৩ মার্চ ২০২৪ (বুধবার)-বিনায়ক চতুর্থী
২০ মার্চ ২০২৪ (বুধবার)-আমলকী একাদশী
২২ মার্চ ২০২৪ (শুক্রবার)-প্রদোষ ব্রত
২৪ মার্চ ২০২৪ (রবিবার)-হোলিকা দহন, ফাল্গুন পূর্ণিমা ব্রত
২৫ মার্চ ২০২৪ (সোমবার)-হোলি, চন্দ্রগ্রহণ। 

কোন দেবতার পুজো করবেন
ফাল্গুন মাসে শ্রী কৃষ্ণের পুজো-উপাসনা করা বিশেষ ফলদায়ী হয়। এই মাসে বাল কৃষ্ণ, যুবক কৃষ্ণ ও গুরু কৃষ্ণ এই তিন অবতারের উপাসনা করা হয়ে থাকে। সন্তানের জন্য বাল কৃষ্ণ, প্রেম ও আনন্দের জন্য যুব কৃষ্ণ ও জ্ঞান ও বৈরাগ্যের জন্য গুরু কৃষ্ণের উপাসনা করা উচিত। 

Advertisement

নিয়ম ও সতর্কতা
এই মাসে চেষ্টা করুন শীতল বা সামান্য জলে স্নান করার। ভোজনে সবজি খুব বেশি দেবেন না। অধিকাংশ সময়ে ফল খান। পোশাক রঙিন ও সুন্দর পরুনয পারফিউম লাগান। নিয়মিতভাবে ভগবান কৃষ্ণের পুজো করুন। পুজোয় বেশি করে ফুল দিন। এই মাসে নেশার জিনিস ও আমিষ খাবার এড়িয়ে চলুন।  

POST A COMMENT
Advertisement