Which God Likes Which Flower : কোন দেবতাকে কোন ফুলে পুজো দিলে মঙ্গল হবে? জেনে নিন

Which God Likes Which Flower: জেনে নিতে হবে কোন দেব-দেবীর পুজোয় কোন ফুল অর্পণ করতে হবে। এই বিষয়গুলি আরও আলোচনা করা হয়েছে।

Advertisement
কোন দেবতাকে কোন ফুলে পুজো দিলে মঙ্গল হবে?কোন দেবতাকে কোন ফুল দিয়ে পুজো দিতে হয়, জেনে নিন (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ঈশ্বর শুধু আবেগের জন্য ভাবেন
  • তাঁরা দেখেন না যে ভক্ত তাঁদের কী উপহার দিয়েছেন বা কীভাবে দেওয়া হয়েছে
  • এরপরও ভগবান যেন সর্বপ্রকারে সন্তুষ্ট হন, এটাই ভক্তদের প্রচেষ্টা

Which God Likes Which Flower: ঈশ্বর শুধু আবেগের জন্য ভাবেন। তাঁরা দেখেন না যে ভক্ত তাঁদের কী উপহার দিয়েছেন বা কীভাবে দেওয়া হয়েছে। এরপরও ভগবান যেন সর্বপ্রকারে সন্তুষ্ট হন, এটাই ভক্তদের প্রচেষ্টা।

এর জন্য জেনে নিতে হবে কোন দেব-দেবীর পুজোয় কোন ফুল অর্পণ করতে হবে। এই বিষয়গুলি আরও আলোচনা করা হয়েছে।

শ্রী গণেশ
গণেশজি তুলসী ছাড়া সব ধরনের ফুলই পছন্দ করেন। বিশেষ বিষয় হল, দূর্বা গণপতির কাছে বেশি প্রিয়। ফুলকপিতে ৩ বা ৫টি পাতা থাকলে ভাল হয়। এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে। গণেশকে কখনই তুলসী নিবেদন করবেন না।

ভগবান শিব
ভগবান শঙ্কর সব সুগন্ধি ফুল পছন্দ করেন। জুঁই, সাদা পদ্ম, শমী, বকুল, পারুল, নাগচাঁপা, ধুতরো, খাস, ডুমুর, পলাশ, বেলপাতা, কেশর খুব প্রিয়।

আরও পড়ুন: পোস্ট অফিসে কোন স্কিমে কত সুদ মিলছে, জেনে নিন

আরও পড়ুন: LIC IPO সম্ভাব্য কত তারিখে আসছে বাজারে? জেনে নিন

আরও পড়ুন: প্রেগন্যান্সিতে এই লক্ষণগুলো মোটেই অবহেলা নয়, মা-শিশুর ক্ষতি হতে পারে

বিষ্ণু
তুলসী ভগবান বিষ্ণুর খুব পছন্দ। তিনি কালো তুলসী এবং গৌরী তুলসী- দু'টেই পছন্দ করেন। পদ্ম, বেলা, জুঁই, গুমা বা থুম্বা বা থুম্বাই, খয়ের, শমী, চম্পা, মালতী, কুন্দ ইত্যাদি ফুল বিষ্ণুর প্রিয়।

হনুমান
হনুমানজিকে লাল ফুল নিবেদন করা উত্তম। যা হোক, যে কোনও সুগন্ধি ফুল তাকে দেওয়া যেতে পারে।

সূর্য
আকন্দ ফুল ভগবান সূর্যের কাছে সবচেয়ে প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে, সূর্যকে একটি আকন্দ ফুল নিবেদন করলে ১০টি সোনার মুদ্রা নিবেদনের ফল পাওয়া যায়। জবা, করবী, শমী, নীলকমল, লাল পদ্ম, বেলা, মালতী, অগস্ত্য ইত্যাদি নিবেদনের বিধান আছে। সূর্যকে ধুতরা, অপরাজিতা, আমদা, টগর ইত্যাদি নিবেদন করা উচিত নয়।

ভগবতী
সাধারণত ভগবান শঙ্কর যে ফুল পছন্দ করেন, সেই সব ফুলই দেবী পার্বতীকে নিবেদন করা যেতে পারে। সাধারণত সমস্ত লাল ফুল এবং সমস্ত সুগন্ধী সাদা ফুল ভগবতীর খুব প্রিয়। বেলা, জুঁই, জাফরান, সাদা পদ্ম, পলাশ, চম্পা, কানের, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়েও দেবীর পুজো করা হয়।

Advertisement

আকন্দ ফুল শুধুমাত্র দেবী দুর্গাকে নিবেদন করা উচিত। অন্য কোন দেবীকে নয়। তাঁকে কখনই দূর্বা নিবেদন করবেন না। দেবি লক্ষ্মীকে পদ্মফুল অর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement