Eco Friendly Ganesh: সামনের মাসেই গণেশ চতুর্থী, এভাবে তৈরি করুন গণপতির পরিবেশবান্ধব রূপ

Ganesh Chaturthi 2023: শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ -শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়।

Advertisement
সামনের মাসেই গণেশ চতুর্থী, এভাবে তৈরি করুন গণপতির পরিবেশবান্ধব রূপ সিদ্ধিদাতা গণেশ

সব দেব- দেবীর পুজো শুরু হয় গণেশের (Lord Ganesha) মন্ত্রোচ্চারণ করেই। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্র- আশ্বিন মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব (Festival)।  

শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ - শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়।  এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর।

প্রতি বছর গণেশ চতুর্থীর আগে, গণপতির প্রতিমা তৈরির জন্য বহু শিল্পী কয়েক মাস ধরে কাজ করেন। বর্তমানে শুধু মাটি না, আরও বিভিন্ন উপদান ব্যবহার করা হয় মূর্তি তৈরিতে। বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি এই মূর্তিগুলি জলাশয়ে বিসর্জনের করে, আমরা অজান্তেই দূষণ ছড়াই। যা, জলজ প্রাণিদের জন্যেও অত্যন্ত ক্ষতিকর। বিশ্বাস এবং ভক্তির পাশাপাশি, যদি আমরা ঈশ্বরের তৈরি জিনিসগুলির যত্ন নিতে চেষ্টা করি,তাহলে উৎসবের আনন্দ আরও বাড়ানো যেতে পারে।

এবার সিদ্ধিদাতাকে পরিবেশবান্ধব রূপ দিন এবং বাড়িতে তার সুন্দর রূপ প্রস্তুত করুন। যাতে ভক্তি এবং পরিবেশ উভয়ের মূল্য অক্ষত থাকে। এটি বানাতেও একেবারেই বেশি সময় লাগবে না।  রইল কিছু বিশেষ টিপস। 

ফুলের গণেশ 

যদি সময়ের অভাবের কারণে আপনি শুধুমাত্র একদিনের জন্য গণপতির মূর্তি স্থাপন করেন, তাহলে ফুল দিয়ে গণপতি রূপ পুজো করতে পারেন। পুজোর পর আপনি এটা আপনার বাগানে ছড়িয়ে দিতে পারেন। বা বাড়ির কোনও পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন ফুলগুলি। মাটির সাথে মিশে, অনেক ক্ষেত্রে নতুন উদ্ভিদ তৈরি হয় এবং পাতাগুলি কম্পোস্ট হয়ে যাবে।

চালের গণেশ

বাড়িতে রাখা পরিষ্কার গোবিন্দভোগ চাল দিয়ে গণপতির রূপ তৈরি করে পুজো করুন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এটি কিভাবে বিসর্জন দেবেন। এই চালের পায়েস তৈরি করে সেটি প্রসাদ হিসাবে বিতরণ করা খুব সহজ।

Advertisement


মাটির গণপতি 

মাটি দিয়ে বাড়িতেই তৈরি করুন গণেশের মূর্তি। আবির, হলুদ বা কোনও ভেষজ রং ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। পুজোর পর বাগানের একপাশে সেটি রাখলে, তা পরিবেশ বান্ধব। 


চকোলেটের গণেশ 

এই বছর বাড়িতে বানাতে পারেন চকোলেটের গণেশ। পুজোর পর তা দিয়ে মোদক বানিয়ে বা অন্য পদ তৈরি করে প্রসাদ হিসাবে দিন। 


মিষ্টি দিয়ে তৈরি গণপতি 

ক্ষীর দিয়ে বাড়িতেই বানাতে পারেন গণেশ। পুজো শেষে সকলকে প্রসাদ হিসাবে বিরতণ করুন সেই মিষ্টি। 


মাছের খাবার দিয়ে গণেশ 

যদি গণেশ মূর্তি জলাশয়ে বিসর্জন দিতে চান, তাহলে মূর্তিটি বানাতে পারেন মাছের খাদ্য অর্থাৎ ফিস গ্রেইন দিয়ে। তাহলে জলজ প্রাণীদের জন্য এটা ভাল হবে। 

গণেশ চতুর্থী ২০২৩ দিনক্ষণ (Ganesh Chaturthi Date & Time?)

* এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর (১ আশ্বিন), মঙ্গলবার। 

* ১৮ সেপ্টেম্বর ঘ ১০/৩০/২২ থেকে ১৯ সেপ্টেম্বর ঘ ১০/৫৪/৫৫ পর্যন্ত থাকবে চতুর্থী তিনি। 

* গণেশ চতুর্থীর অমৃতযোগ- দিবা ঘ ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ঘ ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে ও ৪/৪৫ গতে ৫/২৮ মধ্যে। 

* গণেশ চতুর্থীর মাহেন্দ্রযোগ- রাত্রি ঘ ৭/৪১ মধ্যে। 

 

POST A COMMENT
Advertisement