ভগবান হনুমানের জন্মদিন হনুমান জয়ন্তী হিসেবে উদযাপিত হয়। এই দিনে বজরংবলীর ভক্তরা উপবাস রাখেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমায় হনুমানজয়ন্তী পালিত হয়। পঞ্চাঙ্গ অনুযায়ী, চলতি বছর ১৬ এপ্রিল, শনিবার হনুমানজয়ন্তী। এই দিনটি এবার শনিবার হওয়ায় গুরুত্ব বেড়েছে। মঙ্গলবার এবং শনিবার ভগবান হনুমানের পুজো করলে মনোকামনা পূরণ হয়।
হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত (Hanuman Jayanti 2022 Shubh Muhurat)
চৈত্র মাসের পূর্ণিমা তিথি ১৬ এপ্রিল দুপুর ২টো ২৫ মিনিট থেকে শুরু হবে। এবং শেষ হবে ১৭ এপ্রিল ১২টা ২৪ মিনিটে। উদয়া তিথিতে উপবাসের নিয়ম থাকায় ১৬ এপ্রিল হনুমানজয়ন্তী উৎসব পালিত হবে। চলতি বছর হনুমান জয়ন্তীতে তৈরি হয়েছে রবি ও হর্ষন যোগ। এ দিন থাকবে হস্ত ও চিত্রা। রবি যোগ থাকবে ভোর ৫টা ৫৫ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত। রবি যোগ শুভ যোগগুলির মধ্যে ধরা হয়। জনশ্রুতি, এই যোগে সমস্ত কাজ শুভ ফল দেয়।
হনুমান পুজোর বিধি (Hanuman Jayanti 2022 Puja Vidhi)
উপবাসের আগের রাতে ঘুমোনোর আগে ভগবান রাম ও মাতা সীতার সঙ্গে হনুমানকে স্মরণ করুন। ভোরে ঘুম থেকে উঠে রাম-সীতা এবং বজরংবলির নাম নিন। হনুমানজয়ন্তীতে সকালে স্নান করে হাতে গঙ্গাজল নিয়ে উপবাসের সংকল্প করুন। এর পর পূর্ব দিকে হনুমানজির মূর্তি স্থাপন করুন। বজরংবলীর কাছে প্রার্থনা করুন। এরপর ষোড়শ উপাচারে হনুমানজির পুজো করুন।
হনুমান জয়ন্তীর তাৎপর্য (Hanuman Jayanti 2022 Significance)
হনুমানজয়ন্তীতে ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান। এরপর ১১ বার হনুমান চালিসা পাঠ করুন। বিশ্বাস করা হয় যে এতে বজরঙ্গবলি প্রসন্ন হন। তাঁর কৃপায় জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে পূর্ণ আচারের সঙ্গে পুজো করলে শনির দোষ থেকে মুক্তি পান ভক্তরা। জপ করুন 'শ্রী হনুমতে নমঃ' মন্ত্র।
বজরংবলিকে খুশি করতে এই উপাচার করুন
ভোগে বেসনের লাড্ডু- হনুমানজিকে ভোগে বেসনের লাড্ডু দিন। তাঁর অত্যন্ত প্রিয় লাড্ডু। গুড়ও দিতে পারেন বজরংবলিকে।
সিঁদুর- বজরংবলির গায়ে লাল সিঁদুর মাখিয়ে দিন। তাঁকে জুঁই ফুলে মালা পরান। বা লাল ফুল অর্পণ করুন হনুমানকে।
মিষ্টি পান- পান খেতে ভালবাসেন বজরংবলি। মিষ্টি পান দিন তাঁকে। ভুল করেও চুন বা সুপারি দেবেন না। খয়ের, গুলকান্দ, নারকেলের শুকনো শাঁস এবং মৌরি।
আরও পড়ুন- ভালবাসার মানুষ বা বন্ধুর জন্য কী শুভ? রাশি অনুযায়ী দিন এই উপহার