Holi 2022 date (18 March 2022): বসন্তে ফাগুন খেলা! বঙ্গে দোল ও উত্তর ভারতে হোলি সনাতনীদের অত্যন্ত পছন্দের উৎসব। যা রঙের উৎসব হিসেবেও খ্যাত। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদে উদযাপিত হয় হোলি। চলতিবছর ১৮ মার্চ রং খেলার দিন (Holi 2022 Date)। হোলি অবশ্য় একদিনের নয় বরং দু'দিনের উৎসব। প্রথম দিন হোলিকা দহন। যা ছোট হোলি নামে খ্যাত। ওই দিন হোলিকার পুজো-অর্চনা করে দাহ করা হয়। দ্বিতীয় দিন রঙের হোলি। আবির ও জলে রং গুলে গোটা দিন ধরে পরস্পরের রাঙিয়ে দেন সনাতনীরা।
হোলির ৮ দিন আগে হোলাষ্টক শুরু হয়। চলতি বছর ১০ মার্চ থেকে হোলাষ্টকের সূচনা। এই সময়ে যে কোনও ধরনের মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্য়াদি করা যায় না। ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু হয় হোলাষ্টক। হোলির আগের দিন, সূর্যাস্তের পর পুজো দিয়ে হোলিকা দহন করা হয়। হোলিকা পুজোর মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন হোলিকা দহনের শুভ মুহূর্ত (Holika Dahan 2022)।
হোলিকা দহনের শুভ মুহূর্ত (Holika Dahan 2022 Shubh Muhurat)
হোলি- শুক্রবার, ১৮ মার্চ ২০২২
হোলিকা দহন- বৃহস্পতিবার ১৭ মার্চ, ২০২২
পূর্ণিমা তিথির সূচনা - দুপুর ১টা ২৯ মিনিট, ১৭ মার্চ, ২০২২
পূর্ণিমা তিথি শেষ- দুপুর ১২টা ৪৭ মিনিট, ১৮ মার্চ, ২০২২
হোলিকা দহন পুজো সামগ্রী (Holika Dahan 2022 Puja Samagri)
-একটি পাত্রে জল
- গরুর গোবরের মালা
- মেটে সিঁদুর
- চাল
- আগরবাতি
- ফুল
- সুতো
- এক টুকরো হলুদ
- মুগ ডাল
- বাতাসা
- রঙের পাউডার
- নারকেল
- গম বা ধানের ছড়া
হোলিকা দহন পুজো বিধি (Holika Dahan Puja Vibhi 2022)
- পুজোর সামগ্রী একটি থালায় রাখুন। ছোট্ট একটি পাত্র জল নিন। পুজোস্থলে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসুন। চারদিকে জল ছিটিয়ে 'ওঁ পুণ্ডরীকাক্ষঃ পুনাতু' মন্ত্রের জপ করুন।
- এবার ডান হাতে জল, চাল, ফুল ও কয়েন নিয়ে সংকল্প করুন।
- ফের ডান হাতে ফুল ও চাল রেখে গণেশকে স্মরণ করুন।
-গণেশ পুজোর পর দেবী অম্বিকার পুজো করুন। জপ করুন- 'ওঁ অম্বিকায়ে নমঃ পঞ্চোপচারার্থে গন্ধাক্ষতপুষ্পানি সমর্পয়ামি'। জপ শেষ করে ফুল, মেটে সিঁদুর ও চাল অর্পণ করুন দেবীকে।
- নরসিংহের স্মরণ করুন। মন্ত্র জপ করে নরসিংহ মূর্তিতে চাল, মেটে সিঁদুর দিন। তার পর স্মরণ করুন প্রহ্লাদকে।
এরপর হোলিকা দহন করা হয়। হোলিকার চারপাশে ঘোরার পর আশীর্বাদ নেন সকলে। অনেকে হোলিকায় ফসলও রাখেন। সমস্ত বিধির সম্পূর্ণ হওয়ার পর জ্বালিয়ে দেওয়া হয় হোলিকাকে।
আরও পড়ুন- পাশা খেলায় হার, অগ্নিশর্মা স্ত্রীর মান ভাঙাতে সংকষ্টী ব্রত শিবের