scorecardresearch
 

Save Tulsi Plant From Dying: তুলসি গাছ বারবার মরে যাওয়া ঘোর অমঙ্গলের ইঙ্গিত, এভাবে করুন মুশকিল-আসান

How to Save Tulsi Plant From Dying: তুলসি পাতা প্রতিদিন, প্রতিটি পুজোয় কাজে লাগে। এছাড়াও, রোজ সকালে উঠে খালি পেটে তুলসি খাওয়ার গুণ সকলেরই জানা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসির কোনও বিকল্প নেই। তুলসি চা বা পানীয়তে দিয়ে খাওয়ার অভ্যেসও রয়েছে অনেকের।

Advertisement
তুলসি গাছ / প্রতীকী ছবি তুলসি গাছ / প্রতীকী ছবি
হাইলাইটস
  • তুলসি পাতা প্রতিদিন, প্রতিটি পুজোয় কাজে লাগে
  • তুলসি গাছ শুকিয়ে গেলে তা সংসারে অমঙ্গল ডেকে আনে
  • আপনি যদি তুলসি গাছের আয়ু বাড়াতে চান, তবে বেশি জল দেওয়া এড়িয়ে চলুন

How to Save Tulsi Plant From Dying: তুলসি পাতা (Tulsi Plant) প্রতিদিন, প্রতিটি পুজোয় (Puja) কাজে লাগে। এছাড়াও, রোজ সকালে উঠে খালি পেটে তুলসি খাওয়ার গুণ সকলেরই জানা আছে। রোগ প্রতিরোধ (Immunity Booster) ক্ষমতা বাড়াতে তুলসির (Tulsi) কোনও বিকল্প নেই। তুলসি চা বা পানীয়তে দিয়ে খাওয়ার অভ্যেসও রয়েছে অনেকের। তাই, প্রতিটি বাড়িতে নিজস্ব তুলসি গাছ থাকলে তার থেকে নানান উপকার মেলে। তবে তুলসি বাড়িতে থাকলে অবশ্যই বাস্তু মানতে হয়। নাহলে, তুলসি শুকিয়ে মরে যেতে পারে।

তুলসির বাস্তু টিপস-

  • তুলসি গাছ শুকিয়ে গেলে তা সংসারে অমঙ্গল ডেকে আনে। পরিবারের সদস্যদের ওপর এর খারাপ প্রভাব পড়ে। বাড়িতে তুলসি রাখলে সবসময় খেয়াল রাখবেন- বাস্তু মতে, পূর্ব, উত্তর -পূর্ব, উত্তর কিংবা বাড়ির একেবারে কেন্দ্রীয় অংশে তুলসি গাছ রাখলে তা পরিবারের জন্য শুভ। 
  • তুলসি গাছের চারিপাশ পরিষ্কার রাখতে হয়। কোনও রকম জমা ময়লা, ঝাড়ু, পুরোনো কাপড়, আবর্জনা, কাঁটাযুক্ত গাছ, তুলসি গাছের আশেপাশে রাখবেন না।  
  • বাড়ির অন্ধকার দিকে কখনই তুলসি গাছ রাখবেন না। খোলামেলা -আলোকিত স্থানে রাখুন। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান তুলসি তলায়। কখনই তুলসি পাতা নখ দিয়ে ছিঁড়বেন না।
  • কার্তিক মাসের বৃহস্পতিবার তুলসি গাছ লাগানো সবচেয়ে শুভ। তবে মনে রাখা জরুরী, তুলসি গাছ সব সময় বিজোড় সংখ্যায় রাখতে হয়। 
  • তুলসি পাতা শুকনো হয়ে গেলে অনেক সময় আমরা ফেলে দি। কিংবা খেয়াল না করলে পায়ের তলায় পড়ে। এই ভুল কোনও ভাবেই করবেন না। শুকনো তুলসি পাতা তুলে, তুলসি গাছের মাটিতে পুঁতে দিন।

এ তো গেল তুলসির বাস্তু নিয়ম। কিন্তু তুলসি গাছ যাতে শুকিয়ে না যায় তার জন্য কী করবেন? জেনে নিন-

- আপনি যদি তুলসি গাছের আয়ু বাড়াতে চান, তবে বেশি জল দেওয়া এড়িয়ে চলুন। মাটি শুকনো থাকলে তবেই জল দিন। বর্ষায় গাছে ঘন ঘন জল দেবেন না। তুলসি গাছের ৬-৮ ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। তবে প্রখর রোদে রাখবেন না।

Advertisement

- আপনার গাছের ক্ষতি করতে পারে এমন আরেকটি জিনিস হল কীটপতঙ্গ। তুলসি গাছে কয়েক ফোঁটা ডিশ ওয়াসার দিয়ে শুধুমাত্র জলের মিশ্রণ প্রয়োগ করে কীটপতঙ্গ থেকে দূরে রাখতে পারেন। মাঝে মাঝেই এটি করুন, পোকার থেকে গাছ বাঁচাতে পারবেন। 

- তুলসি গাছ শুকিয়ে গেলে ঘরে তৈরি সার দিন। সার প্রদান করলে গাছ পুনরুজ্জীবিত হবে। ঘরে তৈরি সার যেমন- ব্যবহৃত চা পাতা এবং পচা গোবর সার ব্যবহার করতে পারেন।

- তুলসির যদি বীজ বেরিয়ে যায়, তবে সেই বীজ আবার পুঁতে দিন, তা থেকে নতুন গাছ জন্মাবে। এভাবে, বাড়ির তুলসি গাছের যত্ন নিতে পারেন।

Advertisement