Puja Niyam Of Mahadev: ক'টা বেলপাতায় তুষ্ট হন মহাদেব? নিয়ম না জানলে রুষ্ট হন শিব

Puja Niyam Of Mahadev: এই বিশ্বের সৃষ্টিকর্তা হিসাবে বলা হয় মহাদেবকে। তাঁর প্রত্যেক জিনিসের পিছনে কোনও না কোনও রহস্য লুকিয়ে রয়েছে। নিষ্ঠাভরে শিবের পুজো করলে তিনি তাঁর ভক্তদের সব ইচ্ছা পূরণ করে থাকেন। সোমবার দিনটিকে শিবের দিন বলে উৎসর্গ করা হয়েছে। এইদিন শিবের মাথায় জল ঢেলে ভক্তিভরে তাঁর পুজো করলে ভোলেবাবা ভক্তের সব ইচ্ছাই পূরণ করে থাকেন।

Advertisement
ক'টা বেলপাতায় তুষ্ট হন মহাদেব? নিয়ম না জানলে রুষ্ট হন শিবশিবের পুজোর নিয়ম
হাইলাইটস
  • এই বিশ্বের সৃষ্টিকর্তা হিসাবে বলা হয় মহাদেবকে। তাঁর প্রত্যেক জিনিসের পিছনে কোনও না কোনও রহস্য লুকিয়ে রয়েছে।

এই বিশ্বের সৃষ্টিকর্তা হিসাবে বলা হয় মহাদেবকে। তাঁর প্রত্যেক জিনিসের পিছনে কোনও না কোনও রহস্য লুকিয়ে রয়েছে। নিষ্ঠাভরে শিবের পুজো করলে তিনি তাঁর ভক্তদের সব ইচ্ছা পূরণ করে থাকেন। সোমবার দিনটিকে শিবের দিন বলে উৎসর্গ করা হয়েছে। এইদিন শিবের মাথায় জল ঢেলে ভক্তিভরে তাঁর পুজো করলে ভোলেবাবা ভক্তের সব ইচ্ছাই পূরণ করে থাকেন। শাস্ত্র অনুসারে দেবাদিদেবের যে প্রিয় জিনিসগুলি সম্পর্কে জানা যায়, তার মধ্যে অন্যতম হল বেলপাতা। তবে অনেকেই জানেন না কটা বেলপাতা শিবকে দিলে মহাদেব প্রসন্ন হবেন। 

বলা হয়ে থাকে যে বেলপাতায় শিব, পার্বতী-সহ অনেক দেবতারই বাস। শিবের পুজোয় বেলপাতার কয়েকটি নিয়মের দিকে একটু বেশি নজর দেওয়ার বিধি আছে শাস্ত্রে। না হলে রুষ্ট হতে পারেন মহাদেব।

মহাদেবকে বেলপাতা নিবেদন করার নিয়ম

-শাস্ত্র অনুসারে মহাদেব ৩ থেকে ১১টি বেলপাতা নিবেদন করা শুভ।

-বেলপাতা নিবেদন করার সময় খেয়াল রাখবেন,পাতার মোলায়েম দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে।

-জ্যোতিষ অনুসারে সোমবার হল শিবের দিন। কিন্তু মহাদেবকে নিবেদন করার জন্য সোমবার কখনও গাছ থেকে বেলপাতা ছিঁড়বেন না। সব সময় আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন।

-শিব পুরাণ অনুসারে একই বেলপাতা মহাদেবকে একাধিকবার নিবেদন করা যায়। যদি টাটকা বেলপাতা আপনার কাছে না থাকে, তাহলে আগে নিবেদন করা বেলপাতা জলে ধুয়ে নিয়ে আবার নিবেদন করতে পারবেন।

-শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে দেওয়ার সময় খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়া ফাটা না হয়। ছেঁড়া বেলপাতা নিবেদন করে কোনও ফল পাওয়া যায় না।

-সোমবার ছাড়া চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা ও সংক্রান্তি তিথিতেও বেলপাতা গাছ থেকে তুলতে নেই।


 

POST A COMMENT
Advertisement