Samudrik Shastra Mole Meaning: শরীরের এই স্থানে তিল থাকা শুভ এবং অর্থযোগ, জানুন কোথায় অশুভ

meaning of mole accoding to samudrik shastra: গোল তিল থাকলে ভাল আয়ের সংকেত দেয়। বৃত্তাকার তিল ব্যক্তির ভাল স্বভাবেরও প্রতীক। স্বাভাবিকের চেয়ে বড় আকারের তিল শুভ নয়। বড় তিল থাকা মানে সহজেই ওই মহিলা কারও বশ্যতা স্বীকার করে নেন। 

Advertisement
শরীরের এই স্থানে তিল থাকা শুভ এবং অর্থযোগ, জানুন কোথায় অশুভতিলের শুভ ও অশুভ লক্ষণ।
হাইলাইটস
  • শরীরের তিল দেয় নানা সংকেত।
  • তিলের শুভ ও অশুভ ইঙ্গিত জানুন।

মহিলাদের শরীরে নানা অংশে থাকে তিল। আর প্রতিটি তিল নানা সংকেত দেয়। যা ঈশ্বর প্রদত্ত। এগুলি শুভ ও অশুভ লক্ষণের প্রতীকও। চুল ছাড়া তিল সৌভাগ্য বার্তা বহন করে। তিলে লোম থাকলে তা শুভ নয় বলে মনে করা হয়। যদি তিলে কোনও লোম না থাকে পরে হয় সেটা ভবিষ্যতের বিপদ সংকেত বলে ধারণা অনেকের।

শরীরে গোল তিল থাকলে ভাল আয়ের সংকেত দেয়। বৃত্তাকার তিল ব্যক্তির ভাল স্বভাবেরও প্রতীক। স্বাভাবিকের চেয়ে বড় আকারের তিল শুভ নয়। বড় তিল থাকা মানে সহজেই ওই মহিলা কারও বশ্যতা স্বীকার করে নেন। 

ডান গালে তিল 

যাঁদের ডান গালে তিল থাকে, তাঁদের অর্থের কোনও অভাব হয়। টাকার জন্য তাঁদের কোনও কাজ থেমে থাকে না।

বাম গালে তিল

বাম গালে তিল থাকলে আপনাকে কিছুটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ঘনিষ্ঠদের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সম্পর্কিত কাজ নিজেই করুন। কারও উপর ভরসা করবেন না। 

ললাটে তিল

কপালের মাঝখানে তিল থাকা মহিলা অত্যন্ত সহজ হন। তাঁর প্রতি আকর্ষণ তৈরি হয়। এই তিল ভক্তিবোধও বাড়ায়। সামনের ডান দিকের তিল আপনাকে একটি বিশেষ বিষয়ে দক্ষতার প্রমাণ। বাম দিকে তিল দেয় হাতখরচ বেশি হওয়ার সঙ্কেত।

চোখের পাতায় তিল

ডান চোখের পাতায় তিল থাকলে স্ত্রী বা স্বামীর মধ্যে পারস্পরিক ভালবাসা তুঙ্গে থাকে। উভয়ই একে অপরের প্রতি বিশ্বাসী হন। বাম চোখের পাতায় তিল থাকলে দাম্পত্য কলহ লেগেই থাকে। উভয়ের মধ্যেই অহংয়ের ঝগড়া প্রায়ই হয়। যাঁদের বাম চোখের পাতায় তিল থাকে, তাঁদের জীবনসঙ্গীর কথাও গুরুত্ব দিয়ে শোনা উচিত। এমন কোনও কাজ করা উচিত নয় যা দাম্পত্যে অশান্তি বহন করবে।  

( নারীদেহে কোথায় চুল থাকলে সৌভাগ্যের প্রতীক? জানতে পড়ুন এই প্রতিবেদন- মহিলাদের শরীরের এই অংশগুলিতে লোম থাকা শুভ, মেলে লক্ষ্মীর আশিস )

Advertisement

ভ্রু-তে তিল

যদি উভয় ভ্রুতে তিল থাকে তবে মহিলার ভাগ্যে ঘন ঘন ভ্রমণ লেখা আছে। যদি শুধুমাত্র ডান ভ্রুতে একটি তিল থাকে তবে তিনি সুখী জীবনযাপন করেন। অকারণে টেনশন করেন না। বাম ভ্রু-তে তিল অসুখী বিবাহিত জীবনের লক্ষণ।

মুখে তিল 

মুখের চারপাশে তিল নির্দেশ করে যে পুরুষ এবং মহিলা উভয়ই সুখী, সমৃদ্ধ এবং নরম প্রকৃতির। মুখে তিল একজন ব্যক্তিকে ভাগ্যবান করে তোলে। তাঁদের সঙ্গী এবং পত্নী হন সম্ভ্রান্ত।  

নাকে তিল

নাকে তিল থাকলে মানুষ মেধাবী ও সুখী হয়। একজন মহিলার নাকে একটি তিল তাঁর সৌভাগ্যের সূচক। এমন নারীকে বিয়ে করলে স্বামীর অনেক উন্নতি হয়। 

ঠোঁটে তিল

যে ব্যক্তির ঠোঁটে তিল রয়েছে তাঁরা কামাসক্ত হন। আরও অর্থ উপার্জনের জন্য যে কোনও পথ বেছে নিতে পারেন। ঠোঁটের নিচে তিল থাকলে সারাজীবন আর্থিক সংকটে পড়তে হতে পারে।

চিবুকের উপর তিল

চিবুকের উপর তিল থাকলে ওই ব্যক্তি বন্ধুত্বপূর্ণ হন না। তিনি অন্তর্মুখী স্বভাবের হন। সবার সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করেন না।

আরও পড়ুন- প্রদীপের তেলে রাখুন রান্নাঘরের এই জিনিস, শনির কৃপায় দূর হবে অর্থকষ্ট

 

POST A COMMENT
Advertisement