আর কিছুদিন পরেই শ্রাবণ মাস (Sravan 2023)। আর শ্রাবণ মাস মানেই ভগবান শিবের বিশেষ পুজোপাঠ। ভোলেনাথের পুজোয় গোটা মাস ধরেই মগ্ন থাকেন ভক্তরা। শিবভক্তরা সারা বছর এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই মাসে ভগবান ভোলেশঙ্করের মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। একই সঙ্গে এই মাসটিকেও অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। এবারের শ্রাবণ মাসটি হতে চলেছে আরও বিশেষ। কারণ এটি প্রায় ২ মাস ধরে চলবে। এমতাবস্থায় মানুষ ভগবানের ভক্তির জন্য এক মাস অতিরিক্ত সময় পাবেন।
যোগ
হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছরটি ১২ নয়, ১৩ মাসের হতে চলেছে। মূলত শ্রাবণ মাসের কারণেই এমনটি হবে। কারণ এবার শ্রাবণ প্রায় ২ মাস ধরে চলবে (Sawan 2023)। এর আগে এমন ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। ১৯ বছর পর ফের ঘটতে চলেছে এমন ঘটনা।
তিথি
হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী ৪ জুলাই, এবং শেষ হবে ৩১শে অগাস্ট। এই দিনে পূর্ণিমাও রয়েছে। সেক্ষেত্রে শ্রাবণ মাস হবে ৫৯ দিনের। এবার শ্রাবণ মাসে ১৯ বছর পর মলমাসও পড়তে চলেছে। সেক্ষেত্রে শ্রাবণ শুরুর প্রথম ১৩ দিন অর্থাৎ ৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলার পর, ১৮ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত মালমাস চলবে। মলমাস শেষ হবে অমাবস্যায়। এর পরে ১৭ অগাস্ট থেকে ফের শ্রাবণ শুরু হবে, যা ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। অর্থাৎ শ্রাবণ মাস (Shravan Month 2023) এবার দু'দফায় চলবে।
পুজোর পদ্ধতি
রাতে শিবলিঙ্গের পুজো করার সময় আপনার মুখ উত্তর দিকে রাখুন। একই সঙ্গে ভগবান শিবের মন্ত্রগুলি জপ করার সময়, আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে রাখুন। শিবলিঙ্গকে দুধ দিয়ে পবিত্র করুন এবং অবশ্যই সেখানে বেলপাতা, ধুতরা ও ভাং নিবেদন করুন। শিবলিঙ্গকে সর্বদা একটি খোলা ও আলোকিত স্থানে রাখুন। পুজোয় তিলের তেল ব্যবহার করুন। মন্ত্র উচ্চারণের সময় সুপারি, পঞ্চ অমৃত, নারকেল এবং লতা পাতা নিবেদন করুন। আপনি যদি উপবাস করেন, তাহলে শ্রাবণ ব্রতের গল্প পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করুন। সন্ধ্যায় পুজো শেষ হলে জল ও খাবার গ্রহণ করুন।
আরও পড়ুন - চিনি না গুড়? মুখের গ্ল্যামার ও বয়স ধরে রাখতে কোনটা উপকারী