সনাতনীদের কাছে শ্রাবণ মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ। ভোলেবাবাকে উৎসর্গ করা হয় এই মাসটি। এ মাসের প্রতি সোমবার শিবের পুজো করেন ভক্তরা। তাঁদের বিশ্বাস, বাবা প্রসন্ন হয়ে মনোস্কামনা পূরণ করেন। বিশুদ্ধ সিদ্ধান্তপঞ্জিকা মতে, এই বছর শ্রাবণ মাস ১৪ই জুলাই থেকে শুরু হচ্ছে। শেষ হচ্ছে ১২ আগস্ট। এ বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে বিষকুম্ভ ও প্রীতি যোগ।
বিশুদ্ধ পঞ্জিকা ও হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ২০২২ সালের শ্রাবণ সোমবারের দিনক্ষণ
শ্রাবণের প্রথম দিন - ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
শ্রাবণের শেষ দিন- ১২ আগস্ট, শুক্রবার
শ্রাবণের প্রথম সোমবার - ১৮ জুলাই
শ্রাবণের দ্বিতীয় সোমবার - ২৫ জুলাই
শ্রাবণের তৃতীয় সোমবার -১ আগস্ট
শ্রাবণের চতুর্থ সোমবার - ৮ আগস্ট
বাংলা ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ শুরু হচ্ছে সোমবার ১৮ জুলাই। আর ১৭ অগাস্ট শেষ।
শ্রাবণের প্রথম সোমবার - ১৮ জুলাই
শ্রাবণের দ্বিতীয় সোমবার - ২৫ জুলাই
শ্রাবণের তৃতীয় সোমবার -১ আগস্ট
শ্রাবণের চতুর্থ সোমবার - ৮ আগস্ট
শ্রাবণের পঞ্চম সোমবার - ১৫ আগস্ট
পুজোর বিধি
শ্রাবণ মাসের প্রতি সোমবার স্নান করে সাফসুতরো পোশাকে পুজো দিতে হয় মহাদেবের। রুদ্রাভিষেক করার পর বেলপাতা দিন শিবকে। এতে খুশি হন মহাদেব। প্রতি সোমবার নিষ্ঠাভরে পুজো করলে ইচ্ছাপূরণ হয় বলে বিশ্বাস।
কোন কোন রাশি লাভবান?
বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। নতুন চাকরি, পদোন্নতি, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও লাভবান হবেন। শ্রাবণ মাসের সব সোমবার শিবলিঙ্গের অভিষেক করুন।
মিথুন রাশি- শ্রাবণে ভগবান শিবের আশীর্বাদ পেতে চলেছেন মিথুন রাশির জাতক-জাতিকারা। সুখবর পাবেন এই মাসে। নতুন চাকরি বা পদোন্নতির যোগ। ব্যবসায়ীরা এই মাসে প্রচুর লাভ করবেন। বাড়ি-গাড়ি বা মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা থাকলে এই মাসেই সেরে ফেলুন। বিদেশ থেকে অর্থলাভ হতে পারে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতক-জাতিকাদের শ্রাবণ মাস অর্থ ও প্রতিপত্তি দেবে। দীর্ঘদিন ধরে যে জিনিসগুলির অপেক্ষায় ছিলেন সেগুলি পাবেন। ভাগ্যের সাহায্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন।
আরও পড়ুন- ভাগ্যে অ্যারেঞ্জ না লভ ম্যারেজ? নিজের জন্ম তারিখ মিলিয়ে দেখুন তো