scorecardresearch
 

Numerology: ভাগ্যে অ্যারেঞ্জ না লভ ম্যারেজ? নিজের জন্ম তারিখ মিলিয়ে দেখুন তো

Numerology Marriage: মানুষের জন্ম তারিখই বলে দেয় তাঁর স্বভাব-চালচলন কেমন। জন্ম তারিখের সঙ্গে যোগ রয়েছে সম্পর্কেরও। সংখ্যাতত্ত্ব মাসের যে তারিখে জন্ম জাতক-জাতিকার সেই তারিখকে বলে মূলাঙ্ক।

Advertisement
দেখাশোনা বা প্রেমের বিবাহ? দেখাশোনা বা প্রেমের বিবাহ?
হাইলাইটস
  • মানুষের জন্ম তারিখই বলে দেয় তাঁর স্বভাব-চালচলন কেমন।
  • জন্ম তারিখের সঙ্গে যোগ রয়েছে সম্পর্কেরও।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রতিটি সংখ্যার আলাদা মাহাত্ম্য রয়েছে। মানুষের জন্ম তারিখই বলে দেয় তাঁর স্বভাব-চালচলন কেমন। জন্ম তারিখের সঙ্গে যোগ রয়েছে সম্পর্কেরও। সংখ্যাতত্ত্ব মাসের যে তারিখে জন্ম জাতক-জাতিকার সেই তারিখকে বলে মূলাঙ্ক। যেমন কারও মাসের ১৫ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হবে ১ ও ৫-র যোগফল ৬।       
 
মূলাঙ্ক ১- মূলাঙ্ক ১ অর্থাৎ ১, ১০, ১৯ এবং ২৮  তারিখে যাঁদের জন্ম। এই মূলাঙ্কের অধিপতি সূর্য। তাঁরা স্বভাবে লাজুক হন। কখনই ভালবাসার কথা বলতে পারেন না। প্রেম করে বিয়ে খুব কঠিন। 

মূলাঙ্ক ২- যাঁদের মূলাঙ্ক ২ তাঁরা ভেবেচিন্তে প্রেমে বিশ্বাসী। প্রেম করেই বিয়ে করার চেষ্টা করেন। এই মূলাঙ্কের অধিপতি চন্দ্র।  মাসের ২, ২০ তারিখ জন্ম হলে মূলাঙ্ক ২ হয়। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের প্রেমের বিয়ের সম্ভাবনাই বেশি।( ২ মূলাঙ্কের বিষয়ে জানতে ক্লিক করুন- মাসের এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা হন ভাল )।

মূলাঙ্ক ৩- মূলাঙ্ক ৩-র অধিপতি বৃহস্পতি। মাসের ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে জন্ম হলে ৩ মূলাঙ্ক হয়। এই মূলাঙ্ক জাতক-জাতিকারা ভালবেসেই বিয়ে করতে চান। (মূলাঙ্ক ৩ হলে সেই ব্যক্তি হন বুদ্ধিমান ও সাহসী, বিস্তারিত জানতে ক্লিক করুন- মাসের এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা হন বুদ্ধিমান-সাহসী 

মূলাঙ্ক ৪- ৪ মূলাঙ্কের অধিপতি রাহু। মাসের ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ৪ হয়। একাধিক প্রেমে পড়েন এই মূলাঙ্কের জাতক-জাতিকারা। তাঁরা ভালবাসা নিয়ে অতটা সিরিয়াস নন। প্রেম করেই বিয়ে করেন। তবে বিয়ের পরও এদিক-ওদিক উঁকিঝুঁকি চলতে থাকে। 

(নারীদেহে কোথায় কোথায় চুল থাকলে সৌভাগ্যের প্রতীক? জানতে পড়ুন এই প্রতিবেদন- মহিলাদের শরীরের এই অংশগুলিতে লোম থাকা শুভ, মেলে লক্ষ্মীর আশিস )

Advertisement

মূলাঙ্ক ৫-  মূলাঙ্ক ৫-র অধিপতি বুধ। মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্ম হলে এই মূলাঙ্ক হয়। জাতক-জাতিকারা পরিবারের পছন্দেই বিয়ে করতে পছন্দ করেন। ভালবাসা করে বিয়ে করলেও পরিবারের সম্মতি নেন। তাঁরা ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেন। (মূলাঙ্ক ৫ জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী হন, তাঁদের স্বভাব জানতে ক্লিক করুন -কম বয়সেই ধনী হন মাসের এই তারিখে জন্মানো ব্যক্তিরা, ব্যবসাতেও সফল )

মূলাঙ্ক ৬- মূলাঙ্ক ৬ জাতক-জাতিকারা প্রেম করে বিয়ে করেন।  তবে একাধিক ভালবাসায় জড়ান। শেষপর্যন্ত আসল ভালবাসার লোকটিকে হারিয়ে ফেলেন। মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ৬ হয়। এই মূলাঙ্কের অধিপতি শুক্র। ( ৬ মূলাঙ্কের স্বভাব জানতে ক্লিক করুন- মাসের এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা পান লক্ষ্মীর কৃপা )

মূলাঙ্ক ৭- এই মূলাঙ্কের জাতক-জাতিকারা খুব লাজুক হন। প্রেম করলেও বিয়ে পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন না। এই মূলাঙ্কের অধিপতি কেতু। প্রেম বা দেখাশোনা করে বিয়ে হলেও জীবনসঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বাসী হন। মন দিয়ে ভালবাসেন। মাসের ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক হয় ৭। 

মূলাঙ্ক ৮- এই মূলাঙ্কের অধিপতি শনি। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা প্রেমের সম্পর্কে খুব একটা জড়ান না। তবে একবার কারও সঙ্গে জড়িয়ে পড়লে গাঁটছড়া বেঁধেই নিস্তার নেন। মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৮। 

মূলাঙ্ক ৯- মাসের ৯, ১৮, ২৭ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৯। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা স্পষ্ট কথা বলেন। প্রেম থেকে দূরে থাকতে পছন্দ করেন। আর তাই প্রেম এসেও চলে যায়। দেখাশোনা করে বিয়ের প্রতিই তাঁরা বেশি স্বচ্ছন্দ। এই মূলাঙ্কের অধিপতি মঙ্গল। 

আরও পড়ুন- পূর্বজন্মে কী ছিলেন? কেন পুর্নজন্ম? কোষ্ঠী ছাড়াই জেনে নিন

Advertisement