Vastu Tips: ঘরে স্বস্তিক চিহ্ন আঁকা আছে নাকি? ফল অত্যন্ত শুভ, জানুন

Vastu Tips for Swastik Sign: আমাদের ধর্মে এমন অনেক পবিত্র ও গুরুত্বপূর্ণ চিহ্ন রয়েছে যা পুজোর সময় বা যে কোনও শুভ কাজে গুরুত্বপূর্ণ। যেমন- "ॐ" বা স্বস্তিক চিহ্ন। এই দু'টি চিহ্নই হিন্দু ধর্মে খুব শক্তিশালী বলে মনে করা হয়। যে কোনও শুভ কাজ শুরু করার আগে হিন্দু ধর্মে স্বস্তিকের চিহ্ন তৈরি করে পুজো করা জরুরি।

Advertisement
ঘরে স্বস্তিক চিহ্ন আঁকা আছে নাকি? ফল অত্যন্ত শুভ, জানুনস্বস্তিক চিহ্ন আঁকলে বাড়ির বাস্তু দোষ হয়/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • আমাদের ধর্মে এমন অনেক পবিত্র ও গুরুত্বপূর্ণ চিহ্ন রয়েছে যা পুজোর সময় বা যে কোনও শুভ কাজে গুরুত্বপূর্ণ
  • যে কোনও শুভ কাজ শুরু করার আগে হিন্দু ধর্মে স্বস্তিকের চিহ্ন তৈরি করে পুজো করা জরুরি
  • বিশ্বাস করা হয় এটি করলে কর্ম সফল হয়

Vastu Tips for Swastik Sign: আমাদের ধর্মে এমন অনেক পবিত্র ও গুরুত্বপূর্ণ চিহ্ন রয়েছে যা পুজোর সময় বা যে কোনও শুভ কাজে গুরুত্বপূর্ণ। যেমন- "ॐ" বা স্বস্তিক চিহ্ন। এই দু'টি চিহ্নই হিন্দু ধর্মে খুব শক্তিশালী বলে মনে করা হয়। যে কোনও শুভ কাজ শুরু করার আগে হিন্দু ধর্মে স্বস্তিকের চিহ্ন তৈরি করে পুজো করা জরুরি। বিশ্বাস করা হয় এটি করলে কর্ম সফল হয়। স্বস্তিক শব্দে 'সু' অর্থ শুভ এবং 'অস্তি' অর্থ হওয়া। এটি ভগবান গণেশের একটি রূপ হিসেবেও বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এর ব্যবহার সমৃদ্ধি এবং একাগ্রতা নিয়ে আসে।


স্বস্তিক চিহ্ন ব্যবহার করে ঘরের বাস্তু দোষ দূর করা যায়। স্বস্তিক চিহ্ন শুধু ভারতেই নয়, অন্যান্য দেশেও ব্যবহৃত হয়। হিন্দুধর্ম ছাড়াও, এটি বৌদ্ধ এবং জৈন ধর্মেও গুরুত্বপূর্ণ। 

ঘরে ঘটতে থাকা বাস্তু দোষ দূর করার জন্য, কীভাবে স্বস্তিক চিহ্নের ব্যবহার করা উচিত জানুন-

- যদি আপনার বাড়ির দিক সঠিক না থাকে বা আপনার বাড়িতে ঘনঘন অশান্তি দেখা যায়, তাহলে লাল কাপড়ে বেঁধে পিতলের তৈরি দু'টি স্বস্তিক বাড়িতে রাখুন এবং সকালে রাহুর সময় দেখে দরজার চৌকাঠের দু'পাশে রাখুন। বাড়ির প্রধান দরজাতে এটি করলে লাভ বেশি।

- যদি ব্যবসা ঠিকঠাক না হয় বা আর্থিক সংকট থাকে, তাহলে লাল সিঁদুরের স্বস্তিক চিহ্ন বেঁধে আলমারির ওপর আঁকুন স্বস্তিক চিহ্ন এবং উত্তর পূর্ব দিকে রাখুন।

- চাকরি ও ব্যবসার সমস্যা দূর করার পাশাপাশি পড়াশোনায়ও স্বস্তিক চিহ্ন দারুণ ফল দেয়। বাড়িতে বাচ্চাদের পড়াশুনা ভালো না লাগলে লাল সিঁদুর দিয়ে সাদা কাগজে স্বস্তিক চিহ্ন তৈরি করুন। তারপর সরস্বতী মন্ত্র লিখে পাঠের স্থানে রাখুন।

- আপনি যদি কোনও বাধা ছাড়াই নতুন কোনও কাজ শুরু করতে চান তবে কাজের জায়গায় স্বস্তিক pyramids energise করুন এবং সেগুলিকে সেই জায়গার বাইরে দেওয়ালে রাখুন।

Advertisement

- চাকরিতে পদোন্নতি চাইলে জলে সিঁদুর  ও লাল ফুল মিশিয়ে ৪৩ দিন সূর্যকে অর্পণ করুন।

- কাঙ্খিত চাকরি পেতে বা আয় বাড়াতে প্রতিদিন আপনার তৃতীয় চক্ষু চক্র বা কপালে জাফরান বা হলুদের তিলক লাগান।

তবে সবসময় খেয়াল রাখবেন স্বস্তিক চিহ্ন যেন ভুলভাবে আঁকা না হয়। সঠিকভাবে স্বস্তিক চিহ্ন আঁকলে শুভ লাভ হবে। 

POST A COMMENT
Advertisement