Shanidev Tips: বাড়িতে ভুলেও করবেন না এই কাজগুলি, রুষ্ট হন শনিদেব, বাড়তে পারে বিপদ

শনি—একটি এমন গ্রহ, যার প্রভাব জীবন বদলে দিতে পারে। শনি গ্রহের কৃপা থাকলে জীবনে সফলতা আসে, আবার রোষ পড়লে একের পর এক বাধা, দুঃখ, আর্থিক ক্ষতি ঘিরে ধরে জীবন। শাস্ত্রমতে, শনিদেব ন্যায়ের প্রতীক।

Advertisement
বাড়িতে ভুলেও করবেন না এই কাজগুলি, রুষ্ট হন শনিদেব, বাড়তে পারে বিপদশনি জয়ন্তী ২০২৫
হাইলাইটস
  • শনিদেব এমন এক গ্রহ, যাঁর প্রভাব জীবন বদলে দিতে পারে।
  • শনি গ্রহের কৃপা থাকলে জীবনে সাফল্য আসে।
  • শনির রোষ পড়লে একের পর বাধা, দুঃখ, আর্থিক ক্ষতি নেমে আসে।

শনিদেব এমন এক গ্রহ, যাঁর প্রভাব জীবন বদলে দিতে পারে। শনি গ্রহের কৃপা থাকলে জীবনে সাফল্য আসে, আবার রোষ পড়লে একের পর বাধা, দুঃখ, আর্থিক ক্ষতি নেমে আসে। শাস্ত্রমতে, শনিদেব ন্যায়ের প্রতীক। তিনি প্রতিটি কর্মের বিচার করেন কঠোরভাবে। তাই শনির কৃপা পেতে চাইলে কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত।

বাস্তু এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়িতে কিছু কাজ করলে শনিদেব রুষ্ট হন। জেনে নিন, কোন কাজগুলি বাড়িতে একেবারেই না করাই শ্রেয়—

১. রাতে ঝাঁট দেওয়া
অনেকে রাতে ঘর পরিষ্কার করেন। কিন্তু শাস্ত্রমতে, সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে ঘরে লক্ষ্মী চলে যান এবং শনির কৃপাও কমে যায়।

২. ঘরে নোংরা বাসন রাখা
রাতভর নোংরা বাসন সিঙ্কে ফেলে রাখা একেবারেই উচিত নয়। এতে অশুভ শক্তির প্রবেশ ঘটে, আর শনিদেব অসন্তুষ্ট হন।

৩. তেল দান না করা
শনিদেব তেলপ্রিয়। প্রতি শনিবার তেল দান করলে শনির কৃপা বজায় থাকে। যারা তা করেন না, তাঁদের জীবনে বাধা আসতে পারে।

৪. কাক, কুকুর বা দরিদ্রকে অবহেলা করা
শাস্ত্রমতে, কাক ও কুকুর হল শনির বাহন। এদের অবহেলা করা মানে শনিদেবকে অবমাননা করা। দরিদ্রকে অবজ্ঞা করলেও শনির রোষ পড়ে।

৫. বড়দের অসম্মান করা
শনি ন্যায়ের গ্রহ। বাড়ির প্রবীণদের অসম্মান করা কিংবা তাঁদের কথায় বিরক্ত হলে, শনি তার প্রতিক্রিয়া দেন কঠিনভাবে।

৬. ঘরে ভাঙা আয়না রাখা
ভাঙা আয়না বাস্তু দোষ তৈরি করে। এতে শনির কুদৃষ্টি পড়ে, আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

৭. ফাঁকা ঘরে ঘণ্টা বাজানো
পূজার সময় ছাড়া ফাঁকা ঘরে ঘণ্টা বা ঘণ্টি বাজানো অশুভ। এতে শনির প্রভাব নেতিবাচক হয়।

শনির কৃপা বজায় রাখতে হলে ঘরে পরিচ্ছন্নতা, সৎ আচরণ ও ধার্মিক নিয়ম মানা জরুরি। এই কিছু ছোট ছোট ভুলই ডেকে আনতে পারে বড় সমস্যা। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখতে সতর্ক থাকুন, আর জীবন রাখুন শান্ত ও সুস্থ। 

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Advertisement

POST A COMMENT
Advertisement