Vastu Tips : সংসারে অর্থকষ্ট? এই অভ্যাসগুলি বদলে ফেললেই হবে টাকার বৃষ্টি

বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কেউ দেবী লক্ষ্মীর কৃপা চান, তাহলে তাঁকে কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এবং একইসঙ্গে কিছু ভাল অভ্যাস গ্রহণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন অভ্যাসের কারণে মা লক্ষ্মী কারও ওফর ক্রুদ্ধ হতে পারেন। 

Advertisement
সংসারে অর্থকষ্ট? এই অভ্যাসগুলি বদলে ফেললেই হবে টাকার বৃষ্টিপ্রতীকী ছবি
হাইলাইটস
  • কিছু অভ্যাসের কারণে গৃহে আসে আর্থিক সংকট
  • তাই কিছু ভাল অভ্যাস গ্রহণ করতে হয়
  • জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

সম্পদ এবং স্বাস্থ্য এমন দুটি জিনিস, যা প্রত্যেকের জীবনেই গুরুত্বপূর্ণ। অর্থের অভাব হলে এবং স্বাস্থ্যও ঠিক না থাকলে ভাল মানুষের অবস্থাও খারাপ হয়ে যায়। যদিও অনেক সময় এগুলি মানুষের হাতে থাকে না। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, কিছু কিছু অভ্যাস আমাদের অর্থনৈতিক অবস্থা এবং স্বাস্থ্যের উপর দারুণ প্রভাব ফেলে। 

বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কেউ দেবী লক্ষ্মীর কৃপা চান, তাহলে তাঁকে কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এবং একইসঙ্গে কিছু ভাল অভ্যাস গ্রহণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন অভ্যাসের কারণে মা লক্ষ্মী কারও ওফর ক্রুদ্ধ হতে পারেন। 

যে অভ্যাসগুলি বদলাতে হবে
১. অনেকেরই অভ্যাস, বিছানায় বসেও খাবার খাওয়া। এই অভ্যাসটিকে বাস্তুশাস্ত্রে ভুল বলে ধরা হয়েছে। মনে করা হয়, কেউ এমন করলে সেই বাড়ির সমৃদ্ধি হয় না। তাঁদের সাফল্যের পথে শুধু বাধাই আসে না, ঋণও দ্রুত বেড়ে যায়। এমনকি শরীরও অসুস্থ হতে শুরু করে। 

২. বাড়ির অন্যতম মুখ্য জায়গা রান্নাঘর। সেই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা উচিত। রান্নাঘরে নোংরা বাসন রাখা ঠিক নয়। মনে করা হয় যে নোংরা বাসন  আর্থিক সমস্যা নিয়ে আসে। তাই রাতে পাত্র পরিষ্কার করে ঘুমানো উচিত। 

৩. রাতে কখনওই বাথরুমে খালি বালতি রাখবেন না, এটি নেতিবাচকতা নিয়ে আসে। একইসঙ্গে, রান্নাঘরে খালি বালতি রাখাও অশুভ। আবার মনে করা হয়, রান্নাঘরে জল ভর্তি বালতি রাখলে আর্থিক সমস্যা চলে যায়। সেই সঙ্গে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদও। 

৪. সন্ধ্যায় কখনও দান করবেন না, এতে ঘরে দারিদ্র্য আসে। তাছাড়া কেউ চাইলেও কখনও দুধ, দই ও নুন দেওয়া উচিত নয়। তাতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। 

আরও পড়ুন'কেন্দ্রীয় এজেন্সিগুলোকে অটোনমি দেওয়া হোক,' দাবি মমতার

 

POST A COMMENT
Advertisement