scorecardresearch
 

Vastu Tips : ঘরের কোন দিকে আয়না রাখলে শুভ? জানুন কী বলছে বাস্তু

Vastu Tips : বাস্তুশাস্ত্র অনুসারে, যদি ঘরে আয়না সঠিক দিকে না রাখা হয়, তবে ওই ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাস্তু অনুযায়ী, মহাবিশ্বের ইতিবাচক শক্তি সর্বদা পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে চলে।

Advertisement
বাস্তু টিপস বাস্তু টিপস
হাইলাইটস
  • ঘরের কোন দিকে আয়না রাখলে শুভ?
  • জানুন কী বলছে বাস্তু
  • জানুন বিস্তারিত তথ্য

বাস্তুশাস্ত্র অনুসারে, যদি ঘরে আয়না সঠিক দিকে না রাখা হয়, তবে ওই ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাস্তু অনুযায়ী, মহাবিশ্বের ইতিবাচক শক্তি সর্বদা পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে চলে। তাই বাড়ির আয়নাও সঠিক দিশায় রাখতে হয়। তা না হলে সেই বাড়িতে নানারকম সমস্যা নেমে আসতে পারে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।

কী বলছে বাস্তু

বাড়ির আয়না পূর্ব বা উত্তর দেয়ালে এমনভাবে রাখতে হবে, সবার মুখ পূর্ব বা উত্তর দিকে থাকে। 

দক্ষিণ বা পশ্চিম দেয়ালে আয়না রাখলে, বিপরীত দিক থেকে আসা শক্তি প্রতিফলিত করে। 

ঘরে আয়না রাখার জন্য সঠিক দিক হচ্ছে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক। এই দিকে আয়না রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

ঘরের খিলান বা আলমারির সামনে রাখা আয়না ঘরে ধন-সম্পদ বৃদ্ধি করে।

আয়না কোথাও থেকে ভাঙা উচিত নয়। এছাড়াও এটি পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ।

শোওয়ার ঘরে যে কোনো আয়না রাখার সময় বিশেষ যত্ন নিতে হবে। ঘরে এমনভাবে আয়না রাখুন যাতে ঘুমানোর সময় শরীরের কোনো অংশ এতে দেখা না যায়, কারণ এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।

ঘর ছোট হওয়ার কারণে যদি আপনার বিছানার সামনে আয়না রাখা থাকে, তাহলে রাতে ঘুমানোর সময় সেই আয়না কাপড় দিয়ে ঢেকে দিন। এটি নেতিবাচক প্রভাব ফেলবে না।

ঘরে দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখবেন না, এতে কলহ বা অশান্তি বাড়ে।

ঘরের দেয়ালে আয়না সামনাসামনি রাখা উচিত নয়, এতে বাড়িতে উত্তেজনা তৈরি হতে পারে।

Advertisement

Advertisement