scorecardresearch
 

Vishwakarma Puja 2021: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো! জানুন গুরুত্ব ও নির্ঘণ্ট

Vishwakarma Puja 2021: মূলত কারাখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে 'কন্যা সংক্রান্তি' বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই  বিশ্বকর্মার জন্ম হয়। বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে।   

Advertisement
বিশ্বকর্মা পুজোর নির্ঘণ্ট  বিশ্বকর্মা পুজোর নির্ঘণ্ট
হাইলাইটস
  • ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে 'কন্যা সংক্রান্তি' বলা হয়।
  • পুরাণ মতে এই তিথিতেই  বিশ্বকর্মার জন্ম হয়।
  • বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে।   

Vishwakarma Puja 2021: উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন ধরনের পেশার মানুষ বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja ) করেন। পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা, গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। মূলত কারাখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। 

ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে 'কন্যা সংক্রান্তি' বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই  বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মে সব দেব - দেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। 

Vishwakarma Puja 2021 date timing schedule shubh muhurat- বিশ্বকর্মা পুজো

আরও পড়ুন:  ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া! জানুন রান্না পুজোর সব খুটিনাটি 

যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখন সময় আসে এই উত্তরায়ণের। মনে করা হয়, সেই সময়ই দেবতাঁরা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, হিন্দু পঞ্জিকার সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই পুজোর ক্ষেত্রে একমত।

Vishwakarma Puja 2021 date timing schedule shubh muhurat- বিশ্বকর্মা পুজো

আরও পড়ুন:  বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয় জানেন? 


বিশ্বকর্মা পুজো ২০২১ -র দিনক্ষণ (Vishwakarma Puja 2021 Date & Time)

* এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, শুক্রবার। 

* কন্যা সংক্রান্তির সূচনা হবে রাত ১.২৯ মিনিটে। 

* রাহুকাল থাকবে সকাল ১০.৪৩ মিনিট থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত। 

Advertisement

* শুক্লপকক্ষ একাদশী লাগবে সকাল ৮.৩৪ মিনিট নাগাদ। 

* সর্বার্থ সিদ্ধি যোগ - সকাল ৬.০৭ মিনিট। 

* পুজোর মাহেন্দ্রযোগ - সকাল ১০.২০ মিনিট থেকে ১১.০৭ মিনিট।  

Vishwakarma Puja 2021 date timing schedule shubh muhurat- বিশ্বকর্মা পুজো

বিশ্বকর্মা পুজোর মন্ত্র (Vishwakarma Puja Mantra)

দংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক। ওঁ বিশ্বকর্মণে নমঃ।

আরও পড়ুন: কবে থেকে শুরু পিতৃপক্ষ? জানুন এই ধর্মীয় তিথির নিয়মকানুন- গুরুত্ব 

শুধু কলকারাখানা, শিল্পক্ষেত্র নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানো রীতি রয়েছে। এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ।   
 

 

Advertisement