scorecardresearch
 

Dream Interpretation: স্বপ্নে শিবলিঙ্গ দেখেছেন? জানুন শুভ না অশুভ ইঙ্গিত ...

Dream Interpretation: অনেক ক্ষেত্রেই কোনও অনুষ্ঠানের অগ্রিম অনুভূতি আমরা পাই স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন শাস্ত্রের মতে, ভবিষ্যতের কোনও বিপদের জন্য সচেতন করে এই ধরনের স্বপ্ন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

প্রতিটা মানুষই ঘুমের সময় নানা রকম স্বপ্ন (Dreams) দেখেন। এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা রয়েছে। তবে মনে করা হয়, প্রতিটা স্বপ্নের পিছনে কোনও না কোনও কারণ থাকে। অনেক ক্ষেত্রেই কোনও অনুষ্ঠানের অগ্রিম অনুভূতি আমরা পাই স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন শাস্ত্রের মতে, ভবিষ্যতের কোনও বিপদের জন্য সচেতন করে এই ধরনের স্বপ্ন। আপনাকে সেই ইঙ্গিত বুঝতে হবে। 

স্বপ্নে কোনও দেব- দেবীকে দেখলে, কিংবা তাদের সম্পর্কিত কোনও জিনিস দেখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বপ্ন শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি স্বপ্নে শিবলিঙ্গ (Shivlinga) দেখেন, তার মানে তার জীবনের সমস্ত সমস্যার অবসান হতে চলেছে। শিবলিঙ্গের স্বপ্ন বেশিরভাগ শিব ভক্তরাই দেখেন। আসুন জেনে নেওয়া যাক, স্বপ্নে শিবলিঙ্গ দেখার লক্ষণ কী।

 

what does it mean if you see shivlinga in your dream

স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ (Shivlinga in Dreams)

স্বপ্ন শাস্ত্র অনুসারে শিবলিঙ্গের স্বপ্ন দেখার অর্থ হল আপনি আপনার কাজে সফল হতে চলেছেন। আপনার সব কষ্ট শেষ হতে চলেছে। আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। যারা স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তারা খুব ভাগ্যবান।

স্বপ্নে শিবলিঙ্গ দেখা পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত বলেও বিশ্বাস করা হয়। শিবলিঙ্গ দেখার অর্থ হল, আপনি আপনার কর্ম অনুসারে সুখ-দুঃখ পেয়েছেন এবং এখন আপনার সমস্ত সমস্যার অবসান হতে চলেছে। শিবলিঙ্গের আবির্ভাব মানে এই সময় থেকে আপনার উন্নতির সময় শুরু হতে চলেছে।

 

Advertisement