Laddu Gopal Worship tips: বাড়িতে নাড়ু গোপাল রয়েছে? এই ৫ নিয়ম না মানলে পড়বেন বিপদে

Laddu Gopal Worship tips: অনেকের বাড়িতেই নাড়ু গোপাল রয়েছে। নিত্যসেবাও করা হয় গোপালের। অনেকের বাড়িতেই গোপালকে সন্তানের মতো লালন-পালন করে রাখা হয়ে থাকে। নাড়ু গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপের পুজো করলে, তাঁর যত্ন নিতে হয় বাচ্চাদের মতোই। ঘুম থেকে তোলা, স্নান, খাওয়ানো, ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছু নিয়ম মেনে পালন করে যেতে হয়।

Advertisement
বাড়িতে নাড়ু গোপাল রয়েছে? এই ৫ নিয়ম না মানলে পড়বেন বিপদেএই উপায়ে নিত্যসেবা করুন গোপালের
হাইলাইটস
  • অনেকের বাড়িতেই নাড়ু গোপাল রয়েছে। নিত্যসেবাও করা হয় গোপালের। অনেকের বাড়িতেই গোপালকে সন্তানের মতো লালন-পালন করে রাখা হয়ে থাকে। নাড়ু গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপের পুজো করলে, তাঁর যত্ন নিতে হয় বাচ্চাদের মতোই।

অনেকের বাড়িতেই নাড়ু গোপাল রয়েছে। নিত্যসেবাও করা হয় গোপালের। অনেকের বাড়িতেই গোপালকে সন্তানের মতো লালন-পালন করে রাখা হয়ে থাকে। নাড়ু গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপের পুজো করলে, তাঁর যত্ন নিতে হয় বাচ্চাদের মতোই। ঘুম থেকে তোলা, স্নান, খাওয়ানো, ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছু নিয়ম মেনে পালন করে যেতে হয়। আবার বাড়িতে নাড়ু গোপাল থাকলে তাঁকে একা রেখেও কোথাও যাওয়া উচিত নয়। তবে বাড়িতে নাড়ু গোপাল রাখার বিশেষ কিছু নিয়মও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই সব নিয়মগুলি। 

প্রতিদিন স্নান করান
বাড়িতে নাড়ু গোপালের মূর্তি থাকলে প্রতিদিন স্নান করানো উচিত। এ ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করবেন। শঙ্খের মধ্যে স্বচ্ছ জল ভরে স্নান করানো উত্তম হয়। তার পর কৃষ্ণের স্নানের জলটি এদিক-ওদিক বা নর্দমায় ফেলে না-দিয়ে তুলসী গাছে ঢেলে দিন।

পরিষ্কার বস্ত্র পরান
স্নানের পর নাড়ু গোপালকে পরিষ্কার বস্ত্র পরাবেন। মনে রাখবেন, গোপালকে একবার যে পোশাক পরিয়ে ফেলেছেন, তা না-ধুয়ে দ্বিতীয়বার পরাবেন না। চন্দন, অলঙ্কার-সহ তাঁর শৃঙ্গার করুন। শৃঙ্গার ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায়।

চারবেলা ভোগ নিবেদন করুন
ধর্ম গ্রন্থ অনুযায়ী কৃষ্ণকে দিনে চার বার ভোগ নিবেদন করা উচিত। মাখন, দই, মিশ্রী, পায়েসের ভোগ নিবেদন করতে পারেন। তবে অনেকেই বাড়িতে হওয়া নিরামিষ রান্না ভোগ হিসাবে দিয়ে থাকেন গোপালকে। 

বাড়িতে একা ছেড়ে যাবেন না
গোপালকে কখনও বাড়িতে একা ছেড়ে যাওয়া উচিত নয়। অনেক দিনের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে কৃষ্ণকেও সঙ্গে নিয়ে যাবেন। প্রাণ প্রতিষ্ঠার পর কৃষ্ণের পুজো করা জরুরি। যেখানে সুযোগ পাবেন সেখানেই তাঁর পুজো করুন। আবার দুপুর ও রাতে তাঁকে ঘুম পাড়াতে হয় এবং সন্ধ্যা ও সকালে ঘুম থেকে ডেকে তুলতে হয় নাড়ু গোপালকে।

আরতী করতে ভুলবেন না
নাড়ু গোপালকে ভোগ নিবেদন করলে তাঁর আরতী করতে ভুলবেন না। এ ছাড়াও সকলা-সন্ধ্যা কৃষ্ণের আরতী করুন। আবার বেল ফুল ও কলা কৃষ্ণের প্রিয়। তাই আরতী করার সময় কৃষ্ণকে এই সমস্ত জিনিস অর্পণ করতে ভুলবেন না। 

Advertisement

POST A COMMENT
Advertisement