Advertisement

Ranganathswami Temple: গভীর রাতে ধসে পড়ল রঙ্গনাথস্বামী মন্দিরের দেওয়াল

শুক্রবার গভীর রাতে ত্রিচিতে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের একটি দেওয়াল ধসে পড়ে। গোপুয়ারামের প্রবেশপথে ফাটল দেখা গেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই। শ্রী রঙ্গনাথস্বামী একটি হিন্দু মন্দির যা শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথকে নিবেদিত। শ্রীরঙ্গম মন্দির ভারতের বৃহত্তম মন্দির প্রাঙ্গণ এবং বিশ্বের বৃহত্তম ধর্মীয় কমপ্লেক্সগুলির মধ্যে একটি।

Advertisement
POST A COMMENT