scorecardresearch
 
Advertisement

VIDEO: ভোলাবাবা নিমবাবা, এই দেবতাকে জাগ্রত বলে মানেন ভক্তরা

VIDEO: ভোলাবাবা নিমবাবা, এই দেবতাকে জাগ্রত বলে মানেন ভক্তরা

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা, কালী, গণেশ পুজো পেরোলেও এবার  ভৈরব পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতেছে বহরমপুরবাসী। কার্তিক মাসের শেষ দিনে বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয়। বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে ভৈরবের উচ্চতা, গঠনশৈলিতে যেমন বৈচিত্র রয়েছে, তেমনই রয়েছে ভিন্ন ভিন্ন নামও। এরমধ্যে শহরের অন্যতম প্রাচীন ভৈরবপুজো হল সৈদাবাদ নিমতলাপাড়ার ভৈরব। নিমতলাপাড়ার এই ভৈরব বহরমপুর তথা জেলাবাসীর কাছে নিমবাবা নামে পরিচিত। নিমবাবাকে খুব জাগ্রত বলে মানেন সকলে। মনস্কামনা পূরণের জন্য প্রতি বছর ভক্তরা মানত করেন।

Neembaba Puja of Baharampur Murshidabad

Advertisement