হরিজন সম্প্রদায়ের হওয়ায় সবকিছুতেই ব্রাত্য তারা। সমাজের আর পাঁচটা সার্বজনীন পূজোর মতো এই পূজো নয়! যে পুজোর কাহিনী শুনলে আপনিও সিউরে উঠবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একবিংশ শতাব্দীর মাঝে দাঁড়িয়ে এখনও পূজিত হন দশ পরিবারের দশভূজা (Durga Puja 2021 )। দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসা মালদার রতুয়া- রতনপুর হাট হরিজন পাড়ার বড় কর্তা রাধিকা হরিজন এই পূজার প্রচলন করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জাতপাতের ভিত্তিতে হরিজনদের এই পূজোর বরাত গ্রহন করে না স্থানীয় ঢাকি থেকে শুরু করে পুরোহিতরা। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পূজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেওয়া হলেও, ব্রাত্য হরিজনরা। বহুবার আবেদন করলেও আজও সেই আর্থিক অনুদান অধরা।