Advertisement

Dholkal Ganesh: সমুদ্র থেকে ৩ হাজার ফুট উঁচু পাহাড়ে "ঢোলকাল গণেশ", দেখুন VIDEO

হাজার বছরের পুরনো এই গণেশ মূর্তি। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার এই গণেশ মূর্তি দর্শন করার জন্য ৩ হাজার ফুট খাঁড়া পাহাড়ে চড়তে হয়। এখানাকার মানুষদের কাছে "ঢোলকাল গণেশ" নামে পরিচিত। গণেশের আরাধনা করতে প্রচুর ভক্ত ও পর্যটক এই পাহাড়ের চূড়ায় ওঠে। ২০১৭ সালে এই মুর্তি মাওবাদীরা পাহাড়ের নিচে নামিয়ে দিয়েছিল। পরে প্রশাসন আবার একই পাহাড়ের চূড়ায় স্থাপন করে। মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট।

Advertisement
POST A COMMENT