দশদিন শেষ। এবার বিদায়ের পালা। দশদিন ধরে চলে গণেশ উৎসব। মুম্বইয়ে মানুষ মেতে ওঠে গণপতির আরাধনা। বাড়ির মূর্তি বিসর্জন হয়ে গেছে আগেই। তবে সর্বজনীন মূর্তিগুলি বৃহস্পতির বিসর্জন হচ্ছে। একের পর এক গণপতির মূর্তি বিসর্জন হচ্ছে। দেখুন ভিডিও।