scorecardresearch
 
Advertisement

VIDEO: চুলের মুঠি ধরেও দেবীকে পাননি রাজা! ঝাড়গ্রাম রাজবাড়ির ব্যাতিক্রমী পুজো

VIDEO: চুলের মুঠি ধরেও দেবীকে পাননি রাজা! ঝাড়গ্রাম রাজবাড়ির ব্যাতিক্রমী পুজো

ঘন জঙ্গলে রাজা শিকারে গেছেন। সে সময় দেখেন এক অপূর্ব সুন্দরী মহিলা একাকি জঙ্গলে। রাজা তাকে দেখে বিয়ের প্রস্তাব দেন। দেবী শর্ত রাখেন, রাজবাড়ী পর্যন্ত রাজা পেছনে না তাকিয়ে যাবেন। পেছনে পেছনে যাবেন দেবী। রাজা পেছনে তাকালেই অদৃশ্য হয়ে যাবেন তিনি। সেই অনুযায়ী যাত্রা শুরু হয়। রাজবাড়ীর কাছাকাছি এসে স্থীর থাকতে না পেরে পেছনে তাকান রাজা। সাথে সাথে দেখেন দেবী মাটির নিচে ঢুকে যাচ্ছে। ছুটে দেবীর চুলের মুঠি ধরলেও শেষ রক্ষ্যা হয়নি। হাতে রয়ে যায় দেবীর চুল। সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান তারপর থেকেই শুরু হয় সাবিত্রী মন্দিরের পুজো। আর পাঁচটা পূজোর থেকে এখানকার দূর্গা পুজো (Durga Puja) ব্যাতিক্রমী। এখানে (Jhargram Rajbari) পুজোর ১৫ দিন আগে শুরু হয় পুজো। চলে দশমী পর্যন্ত। রাক্ষস বধ অর্থাৎ অশুভ শক্তির বিনাশ দিয়ে শেষ হয় পুজো।

Advertisement