Advertisement

Mahakaleshwar: মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে ১১টি নদীর জল দিয়ে জলাভিষেক, দেখুন VIDEO

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে ১১ টি নদীর জল দিয়ে জলাভিষেক করা হয়। ঐতিহ্য অনুযায়ী ২৪ এপ্রিল বিশাখ মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে ২২ জুন জ্যৈষ্ঠ শুক্লা পূর্ণিমা পর্যন্ত ১১ টি মাটির পাত্র থেকে অবিরাম জল প্রবাহের জন্য মহাকালের গায়ে গালান্তিকা বাঁধা হবে। গঙ্গা, সিন্ধু, সরস্বতী, যমুনা, গোদাবরী, নর্মদা, কাবেরী, সরযু, শিপ্রা, গণ্ডকী প্রভৃতি নদীর নাম কালাশের উপর প্রতীকী আকারে খোদাই করা আছে। কোটি তীর্থের জলে গলন্তিকা ভরা। কোটি তীর্থের জলে ১০০০টি নদীর জল রয়েছে।

Advertisement
POST A COMMENT