scorecardresearch
 
Advertisement

Kali Puja 2022-Krishnananda Agambagish: কালী পুজোর প্রচলন এই তন্ত্রসাধকের হাত ধরেই, গড়েন মায়ের প্রথম মূর্তিও

Kali Puja 2022-Krishnananda Agambagish: কালী পুজোর প্রচলন এই তন্ত্রসাধকের হাত ধরেই, গড়েন মায়ের প্রথম মূর্তিও

যুগ যুগ ধরে বাংলার বুকে হয়ে আসছে কালী-সাধনা। রামপ্রসাদ সেন থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এ বঙ্গে মাতৃ-আরাধনার ইতিহাস সুদীর্ঘ। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই কালীপুজোর সূচনা কার হাত ধরে? এই বাংলার বুকে প্রথম যে মানুষটি কালী পুজো করেন তিনি হলেন কৃষ্ণানন্দ আগামবাগীশ সেটিই ছিল প্রাচীনতম দক্ষিণাকালীর পুজো। পরবর্তীকালে তাঁরই দেখানো পথে বাংলা তথা গোটা দেশে ছড়িয়ে পড়ে কালী পুজো। 

Kali Puja 2022-krishnananda agamavagisha

Advertisement