Advertisement

Durga Puja 2024: চিত্তরঞ্জন ৬ এর পল্লীর পুজোর অভিনব থিম: সংবাদপত্রকে বাঁচানোর বার্তা

চিত্তরঞ্জন ৬ এর পল্লী এবারের দুর্গাপুজোতে তাদের থিম হিসেবে বেছে নিয়েছে সংবাদপত্রকে। বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমের বাড়বাড়ন্তে ধীরে ধীরে সংবাদপত্রের জনপ্রিয়তা কমছে, কিন্তু সংবাদপত্রের সঙ্গে মানুষের আবেগ আজও জড়িয়ে। সেই আবেগকে ফিরিয়ে আনতে এবং সংবাদপত্রের গুরুত্বকে তুলে ধরতে অভিনব থিমে সেজে উঠেছে তাদের মণ্ডপ।

Advertisement
POST A COMMENT