'নিজের ছবিতে মুসলিমদের সন্ত্রাসবাদী দেখিয়েছেন বিজয় থালাপতি। আর সেই থালাপতিই এখন মুসলিমদরদী সাজছেন'। দাবি করলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি। তিনি ফতোয়া জারি করেছেন, বিজয় থালাপতি মুসলিম বিরোধী। তাঁক ডাকে সাড়া দেবেন না মুসলিমরা।