scorecardresearch
 
Advertisement

Noboborsho 1430- Poila Baisakh: বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, জানুন নববর্ষের মাহাত্ম্য

Noboborsho 1430- Poila Baisakh: বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, জানুন নববর্ষের মাহাত্ম্য

বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব হল নববর্ষ। বছরের প্রথম দিনটা বিশেষ ভাবে উদযাপন করে সকলে। দেশের ভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এদিন লক্ষ্মী- গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও, নববর্ষের আলাদা গুরুত্ব আছে। আর কী কী হয় পয়লা বৈশাখে? জানুন কেন উদযাপন হয় নববর্ষ।

Advertisement