হোলি উপলক্ষ্যে রবিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ভস্ম আরতি অনুষ্ঠিত হল। হোলির একদিন আগে মহাকালেশ্বর মন্দিরে ফুলওয়ালি হোলে পালিত হল। প্রচুর ভক্ত ফুলওয়ালি হোলিতে অংশ নিয়েছিলেন।