Advertisement

West Bengal 300 Years Old Ram Pujo: ৩০০ বছরের প্রাচীন রামপুজো, জেনে নিন বাংলার সবুজ রামঠাকুরের কাহিনি

হাওড়ার রামরাজাতলায় ৩০০ বছর ধরে পূজিত হচ্ছেন রাম। কথিত আছে, স্থানীয় জমিদার অযোধ্যারাম চৌধুরীর গৃহদেবতা ছিলেন রাম। তিনিই মন্দির স্থাপনের স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পেয়ে রামরাজাতলায় ওই মন্দির তৈরি করেন অযোধ্যারাম চৌধুরী। এখানে ৪ মাস ধরে চলে রামপুজো। শ্রাবণ মাসের শেষ শনিবার বিসর্জন হয়। সেই কাহিনিই তুলে ধরল বাংলা.আজতক.ইন।

Advertisement
POST A COMMENT